ঢাকায় আসছেন জাতিসংঘের বিশেষ দূত ইয়াংহি লি

ঢাকায় আসছেন জাতিসংঘের বিশেষ দূত ইয়াংহি লি

মিয়ানমার সফরে নিষেধাজ্ঞার পর পাঁচ দিনের সফরে আগামী ১৮ জানুয়ারি ঢাকায় আসছেন জাতিসংঘের বিশেষ দূত ইয়াংহি লি। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনেই বেশিরভাগ সময় কাটাবেন মিয়ানমারের মানবাধিকার বিষয়ক জাতিসংঘের এই বিশেষ দূত। বাংলাদেশে এটি তার দ্বিতীয় সফর।

ঢাকায় আসছেন জাতিসংঘের বিশেষ দূত ইয়াংহি লি

 

মানবাধিকার পরিস্থিতি সরেজমিনে দেখার জন্য এ মাসে মিয়ানমারে যাওয়ার কথা ছিল ইয়াংহি লি’র। কিন্তু দেশটির সরকার তার সফরের ওপর নিষেধাজ্ঞা দেওয়ায় তিনি ঢাকায় আসছেন।

সরকারের একজন কর্মকর্তা বলেন, ‘ইয়াংহি লি ঢাকায় আসতে চেয়েছেন। আমরা তাকে স্বাগত জানিয়েছি। পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলি ও পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে দেখা করবেন তিনি। গত বছরও ইয়াংহি লি এসেছিলেন। তখনও তাকে স্বাগত জানিয়েছিলাম আমরা।’

২০১৭ সালের ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত সাড়ে ছয় লাখ রোহিঙ্গা পালিয়ে এসে আশ্রয় নিয়েছে বাংলাদেশে। এর আগে থেকে বাংলাদেশে অবস্থান করছিল প্রায় চার লাখ রোহিঙ্গা।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment