নেইমার-রাবিওর গোলে লিগ কাপ সেমিতে পিএসজি

টানা পঞ্চম ফরাসি লিগ কাপ জয়ের পথে প্যারিস সেন্ত জার্মেই। বুধবার এমিয়েঁর বিপক্ষে ২-০ গোলে জিতে সেমিফাইনালে উঠেছে তারা।স্বাগতিক এমিয়েঁ প্রায় এক ঘণ্টা ১০ জন নিয়ে খেলেছে। গোলরক্ষক রেগিস গার্টনার ৩৪ মিনিটে ডিবক্সের বাইরে কাইলিয়ান এমবাপেকে কড়া ট্যাকল করে লাল কার্ড দেখেন। তবে প্রথমার্ধে সুবিধা করতে পারেনি পিএসজি।এদিনসন কাভানিকে ছাড়া জয়ের দেখা পেতে বেশ সংগ্রাম করতে হয়েছে পিএসজিকে। ছুটি শেষে দেরী করে ফেরায় দলে জায়গা পাননি
উরুগুয়ান স্ট্রাইকার।পিএসজি গোলের দেখা পেয়েছে দ্বিতীয়ার্ধে। ৫৩ মিনিটে গোলটি করেন নেইমার। ডিবক্সের মধ্যে এমিয়েঁর অধিনায়ক থমাস মনকোনদুইর ফাউলের শিকার হওয়ার পর পেনাল্টি গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সব ধরনের প্রতিযোগিতায় এটি ছিল তার ২০তম গোল।প্রথম গোলে ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় পিএসজির হাতে। তাদের জয় সুনিশ্চিত হয় ৭৮ মিনিটে। হেডে লক্ষ্যভেদ করেন আদ্রিয়েন রাবিও। গোললাইন প্রযুক্তি ব্যবহার করে প্রায় এক মিনিট পর গোল নিশ্চিত করেন রেফারি নিকোলাস রেইনভিল।লিগ কাপের সেমিতে পিএসজি মুখোমুখি হবে রেনের। তুঁলোর বিপক্ষে ৪-২ গোলে জিতেছে দলটি। গোল ডটকম

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment