‘অজানা’ কারণে বাংলাদেশ সফরে দেরি জিম্বাবুয়ের

তাতে করে ১৩ জানুয়ারী বিসিবি একাদশের বিপক্ষে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) জিম্বাবুয়ের অনুশীলন ম্যাচটি শঙ্কার মুখে পড়ল।কিন্তু বাংলাদেশে পৌঁছনো নিয়েই বেঁধেছে বিপত্তি। জিম্বাবুয়ে ক্রিকেটের (জেডসি) পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার বিকাল পাঁচটায় বাংলাদেশে পৌঁছবে গ্রায়েম ক্রেমার-ব্রেন্ডন টেইলররা। সেখানেও ‘কিন্তু’ রয়েছে। একসঙ্গে নয় বরং, আলাদা ভাগে বিভক্ত হয়ে জিম্বাবুয়ে থেকে বাংলাদেশে রওয়ানা দেবে আফ্রিকার দলটি। এভাবে ১৫ সদস্যের দলের এক হয়ে অনুশীলন শুরু করাও যেমন বিলম্বিত হবে, শঙ্কায় পড়বে শনিবারের অনুশীলন ম্যাচে মাঠে নামা। যদিও সফরের দেরি হওয়ার কারণ এখনও খোলসা করেনি জেডসি।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, শনিবারের অনুশীলন ম্যাচের পর সোমবার সিরিজের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। ত্রিদেশীয় সিরিজের আগে মাঠের পারফরম্যান্সে দারুণ সময় কাটাচ্ছে জিম্বাবুয়ে দল। দলে সাতটি পরিবর্তন আনার পর শ্রীলঙ্কার বিপক্ষে ৩-২ এ সিরিজ জিতে নিয়েছে। সবচেয়ে বড় খবর হল, দলের দুই জ্যৈষ্ঠ ক্রিকেটার ব্রেন্ডন টেইলর ও কাইল জারভিস জাতীয় দল থেকে অবসর নিলেও আবারও দলে ফিরেছেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment