সেল্তার বিপক্ষে সতর্ক বার্সেলোনা

দেখাতে চান না ভালভারদে, ‘অ্যাওয়ে গোলের কারণে এ লড়াইয়ে কিঞ্চিৎ হলেও আমরা এগিয়ে, কিন্তু সেটা খুবই অল্প। আমরা সুযোগ তৈরীর চেষ্টা করবো। কারণ এটা বাঁচা-মরার লড়াই, কেবল একটি দল যাবে পরের রাউন্ডে।’এদিকে মেসিকে ফেরানোয় বার্সেলোনাকে নিয়ে কৌশল পাল্টাতে মাথা ঘামাচ্ছেন না সেল্তা কোচ হুয়ান কার্লোস উনজু। লুই এনরিকের অধীনে বার্সায় সাবেক সহকারী কোচের দায়িত্ব পালন করা উনজু বলেছেন, “৯০ মিনিট ধরে কাউকে ‘মার্ক’ করে খেলায় আমি বিশ্বাসী নই, যদিও কয়েকজন কোচ এটা চেষ্টা করেছে। আপনি হয়তো মেসিকে মার্ক করে তাকে কিছুক্ষণ অস্বস্তিতে রাখলেন, কিন্তু বাকিদের নিয়ে কী করবেন? যেখানে আছে ইনিয়েস্তা, সুয়ারেস ও দেম্বেলের মতো খেলোয়াড়রা? তাই আমি দলগত পারফরম্যান্স নিয়ে বেশি ভাবি।’ ইএসপিএনএফসি, গোল ডটকম

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment