উয়েফার একাদশে নেই সর্বোচ্চ দামি ফুটবলার!

বর্তমান বিশ্ব ফুটবলের সেরা দুই স্ট্রাইকারনিয়েই একাদশ সাজিয়েছে তারা। তবে জায়গা মেলেনি

গত গ্রীষ্মকালীন দলবদলে ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে ছেড়ে পিএসজিতে নতুন করে ঠিকানা গড়েন নেইমার। যার ফলে ব্রাজিলিয়ান তারকাই এখন ইতিহাসের সর্বোচ্চ দামি ফুটবলার। তবে পিএসজির এই ব্রাজিলিয়ান সুপারস্টার না থাকলেও উয়েফার একাদশে জায়গা করে নিয়েছেন ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইন এবং চেলসির ইডেন হ্যাজার্ড।

মাঝমাঠে অবশ্য রিয়ালের একক রাজত্ব। টনি ক্রুস এবং লুকা মদরিচ ঠাঁই পেয়েছেন সেখানে। রক্ষণভাগেও শিষ্যদের দাপট। সেন্টারব্যাকে দলের অধিনায়ক আর লেফট-ব্যাকে ব্রাজিলিয়ান তারকা মার্সেলো। রাইট ব্যাকে নেইমারের পিএসজির সতীর্থ দানি আলভেজ জায়গা করে নিয়েছেন ঠিকই। রক্ষণে রয়েছেন চিয়েল্লিনিও।

আর ২০১৭ সালটা চরম বাজেভাবে শেষ করা জিয়ানলুইজি বুফনের সান্ত্বনা এই দলে গোলরক্ষক হিসেবে জায়গা করে নিয়েছেন তিনি।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment