‘যুদ্ধশিশু’তে অভিনয় করছি না: শমী

মাসুদ আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘রৌদ্রবেলা ও ঝরাফুল’ অবলম্বনে শহিদুল হক খান নির্মাণ করতে যাচ্ছেন চলচ্চিত্র ‘যুদ্ধশিশু’। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে অবস্থিত হোটেল লেকশোরে চলচ্চিত্রটির মহরত অনুষ্ঠিত হয়। এর পর পরিচালকের বরাত দিয়ে কিছু গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, এতে অভিনয় করছেন। তবে সর্বশেষ খবর হলো, এই চলচ্চিত্রে কাজ করছেন না শমী।

১২ জানুয়ারি সন্ধ্যায় শমী প্রিয়.কমকে বলেন, ‘আমি এ ছবিটিতে অভিনয় করছি না। ছবিটির নির্মাতা আমাকে অভিনয়ের জন্য প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু সময় বের করতে পারছি না।’চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন সোহেল রানা, চম্পা, পপি, মঞ্জুর আলম ছাড়াও আরও অনেকেই। সংগীত পরিচালনা করবেন শেখ সাদী খান।এসএইচকে প্রোডাকশনের ব্যানারে ‘যুদ্ধশিশু’ নির্মিত হচ্ছে। তবে হ্যাপিনেস মাল্টিমিডিয়ার ব্যানারে চলচ্চিত্রটির সহ-প্রযোজনায় আছেন মল্লিক এস আরেফিন ও মহসিন আলম।২০০২ সালে চাষী নজরুল ইসলামের ‘হাছন রাজা’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন শমী কায়সার। পরে অভিনয় করেন ‘লালন’ চলচ্চিত্রেও। সেটিই ছিল তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment