আইপিএলের নিলামে ১ হাজার ১২২ ক্রিকেটার

ভারতের বেঙ্গালুরুতে আগামী ২৭ ও ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম। নিলামের জন্য ১ হাজার ১২২ ক্রিকেটারের নাম নিবন্ধন হয়েছে।

শুক্রবার ছিল নিলামে নাম নিবন্ধনের শেষ সময়। আইপিএলের ওয়েবসাইট অনুযায়ী, আইপিএলের একাদশ আসরে ২৮১ অভিষিক্ত ক্রিকেটারের নাম নিবন্ধন করা হয়েছে। ৮৩৮ ক্রিকেটার রয়েছে যাদের এখন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। এর মধ্যে ভারতের ক্রিকেটারই আছে ৭৭৮ জন। আইসিসি সহযোগী দেশ থেকে ক্রিকেটার আছেন ৩ জন।নিলামের জন্য বিদেশী ক্রিকেটার আছেন ২৮২ জন। বাংলাদেশ থেকে আইপিএলে নাম দিয়েছে ৮ ক্রিকেটার। তারা হলেন, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, সাব্বির রহমান ও আবুল হাসান রাজু।
বিদেশী তালিকায় সবথেকে বেশি ক্রিকেটার অস্ট্রেলিয়ার। ৫৮ অসি ক্রিকেটার নিলামে উঠবেন। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ৫৭ ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার ক্রিকেটার ৩৯ জন। নিউজিল্যান্ডের রয়েছে ৩০ ক্রিকেটার।
ইংল্যান্ডের ক্রিকেটার সবথেকে কম ২৬ জন। গত বছর টেস্ট স্ট্যাটাস পাওয়া আফগানিস্তানের রয়েছে ১৩ এবং আয়ারল্যান্ডের রয়েছে ২ ক্রিকেটার। জিম্বাবুয়ে থেকে ৭ ক্রিকেটার নিজেদের নাম নিবন্ধন করেছে। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে ২ জন এবং স্কটল্যান্ড থেকে একজন ক্রিকেটার নিলামে থাকবেন।
এবারের নিলাম অন্যান্য সববারের রেকর্ড ছাড়িয়ে যাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এবারের আসরে নতুন করে দল গোছাবে ফ্রাঞ্চাইজিগুলো। ভারতের তারকা ক্রিকেটারদের পাশাপাশি থাকবে বিদেশী ক্রিকেটার।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment