কাতারের রাজপরিবারের সদস্যকে আবুধাবিতে আটকে রাখার অভিযোগ’

কাতারের রাজপরিবারের সদস্যকে আবুধাবিতে আটকে রাখার অভিযোগ’

কাতারের রাজপরিবারের গুরুত্বপূর্ণ সদস্য শেখ আব্দুল্লাহ বিন আলী আল থানি অভিযোগ করেছেন, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে তাকে তার ইচ্ছের বিরুদ্ধে আটকে রাখা হয়েছে। শেখ আব্দুল্লাহ বিন আলী আল থানি সাম্প্রতিক সময়ে সৌদি আরবের সঙ্গে কাতারের কূটনৈতিক সংকটের মধ্যেও দেশটির সঙ্গে আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ইচ্ছের বিরুদ্ধে তাকে আটক করার অভিযোগটি থানি করেছেন ইউটিউবে এক ভিডিও বার্তার মাধ্যমে। খবর বিসিসির

কাতারের রাজপরিবারের সদস্যকে আবুধাবিতে আটকে রাখার অভিযোগ’

ভিডিও বার্তায় তিনি দাবি করেন, আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মেদ বিন জায়েদ আল নাহিয়ান তাকে আটকে রেখেছেন এবং তার কিছু হলে তিনিই (নাহিয়ান) ‘পুরোপুরি দায়ী’ হবেন। তবে আরব আমিরাতের কর্মকর্তারা এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। শেখ আব্দুল্লাহ বিন আলী আল থানি কাতারের বর্তমান আমিরের আত্মীয়। ইউটিউবে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, থানি আরামকেদারায় বসে আছেন এবং ক্যামেরার দিকে সরাসরি তাকিয়ে কথা বলছেন।

তিনি বলেন, ‘আমি এখন আবুধাবিতে শেখ মোহামেদের অতিথি হিসেবে। কিন্তু এটিকে ঠিক অতিথির মর্যাদা বলা যাচ্ছে না। বরং এটা আটকে রাখার মতো বিষয়। তারা আমাকে কোন দিকে যেতে মানা করেছে।’ শেখ আব্দুল্লাহ বিন আলী আল থানি বলেন, ‘আমি সবাইকে অবহিত করতে চাই, যদি আমার কিছু ঘটে তাতে কাতারের কোনো দোষ থাকবে না।’

তবে বিষয়টি নিয়ে একাধিক টুইট করেছেন আবুধাবির শিক্ষা বিভাগের প্রধান আলী রশিদ আল নুয়াইমি, যেখানে বলা হয়, ‘শেখ আব্দুল্লাহ যেখানে খুশি সেখানে যেতে পারেন।’ মূলত সৌদি আরব ও তার মিত্ররা যখন কাতারকে একঘরে করার চেষ্টা করেছিল তখন থেকে শেখ আব্দুল্লাহ বিন আলী আল থানি গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন মধ্যপ্রাচ্যে। কূটনৈতিক সংকটের সময় মূলত তার চেষ্টাতেই কাতার থেকে হজযাত্রীরা এ বছর সৌদি আরবে হজ পালনের সুযোগ পান।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment