ছাগলনাইয়ায় কুয়েতী মনির’র অত্যাচারে জর্জরিত একটি অসহায় পরিবার

ছাগলনাইয়ায় কুয়েতী মনির’র অত্যাচারে জর্জরিত একটি অসহায় পরিবার

ছাগলনাইয়া প্রতিনিধিঃ-
ছাগলনাইয়ার শুভপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের কুয়েতী মনির’র অত্যাচারের নাজমা আক্তার’র পরিবার জর্জরিত হয়ে উঠেছে। এ নিয়ে নাজমা আক্তার’র বাদী হয়ে স্থানীয় পল্লী আদালতে ও ছাগলনাইয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, মনির আহাম্মদ (৫৫), পিতা- মৃত জালাল আহাম্মদ ও জাহেদা আক্তার (৪৫), স্বামী- মনির আহাম্মদ এর সাথে পূর্বে থেকে জমি সংক্রান্ত বিষয়াধি নিয়ে বাদী নাজমা আক্তারের বিরোধ চলে আসছিল। এ বিরোধকে কেন্দ্র করে নাজাম আক্তার’র পরিবার ও উক্ত অভিযোগের স্বাক্ষীগণকে বিবাদীরা প্রাণে মেরে ফেলার ভয়ভীতি প্রদর্শন করে।
ছাগলনাইয়ায় কুয়েতী মনির’র অত্যাচারে জর্জরিত একটি অসহায় পরিবারগত ২০১৭ সালের ১২ নভেম্বর সকাল সাড়ে ৭ টায় নাজমা আক্তার বসত ঘরের সামনে এসে নানা ভয়ভীতি প্রদর্শন করে বিবাদী কুয়েতী মনির ও তার স্ত্রী জাহেদা আক্তার। এ ব্যাপারে শুভপুর ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ সেলিম সাংবাদিকদের জানান, নাজমা আক্তার’র পরিবারটি অত্যান্ত নিরীহ হওয়ায় কুয়েতী মনির প্রভাব খাটিয়ে এ পরিবারের অত্যাচার নির্যাতন চালিয়ে আসছে। এ বিষয়ে নাজমা আক্তার বাদী হয়ে পল্লী আদালতে অভিযোগ দায়ের করার পর কুয়েতী মনিরকে সামাজিক ভাবে বিষয়টি মীমাংসা করার জন্য বলা হয়েছে। কুয়েতী মনির মামলাবাজ প্রকৃতি হওয়ায় স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করতে রাজী হয়নি। সে পল্লী আদালতের বিচার মানে না। নাজমা আক্তার’র পরিবারকে মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment