ডার্ক সার্কেল দূর করবেন যেভাবে

রাত জাগা, মানসিক চাপ, দীর্ঘসময় কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকাসহ বিভিন্ন কারণে চোখের আশেপাশের ত্বক কালচে হয়ে যেতে পারে। ডার্ক সার্কেল দূর করার জন্য প্রতিদিন ৮ ঘণ্টা ঘুম জরুরি। পাশাপাশি ব্যবহার করতে পারেন ঘরোয়া প্যাক। একটি পাত্রে ৩ টেবিল চামচ কফির কড়া লিকার নিন।

  • ১ চা চামচ হলুদের গুঁড়া মেশান।
  • একটি কটন প্যাড অর্ধেক করে দ্রবণে ভিজিয়ে চোখে নিচে লাগান।
  • ১ ঘণ্টা পর উঠিয়ে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  • দ্রুত ফল পেতে রাতে ঘুমানোর আগে চোখে লাগিয়ে ঘুমাতে পারেন।

কফির প্যাক ব্যবহার করবেন যে কারণে

  • কফিতে রয়েছে ক্যাফেইন যা রক্ত সঞ্চালন বাড়ায়। ফলে ত্বক প্রাকৃতিকভাবে উজ্জ্বল হয়।
  • কফিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বক নরম করে ও বলিরেখা দূর করে।
  • হলুদ ত্বক উজ্জ্বল করে ও কালচে দাগ দূর করে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment