দোহারে পৈাষ সাকরাইন উপলক্ষে পাগলা গরু দৌড় প্রতিযোগিতাঅনুষ্ঠিত

দোহারে পৈাষ সাকরাইন উপলক্ষে পাগলা গরু দৌড় প্রতিযোগিতা

ঢাকা-দোহার প্রতিনিধি: মো:সুজন হোসেন ঢাকা দোহার উপজেলা মাহামুদপুর ইউনিয়নের সাবের চড়(হরিচন্ডি)মাঠে গ্রাম বাংলার হাজার বছরের ঐতিহ্য গরু দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । গ্রামীন সংস্কৃতি ও আবহমান বাংলার চির চায়িত রুপ আজ বিলুপ্তের পথে । দোহারে পৌষ সাকরাইন উপলক্ষে পাগলা গরু দৌড় প্রতিযোগিতা আজ আর সেভাবে গরু দৌড় দেখা যায় না ।দেখা যায় না পাগলা গরুর ছন্দের তালে তালে চমৎকার সেই নৃত্য ।কথিত রয়েছে কার পৌষ মাস বা কার সর্বনাস ।

দোহারে পৈাষ সাকরাইন উপলক্ষে পাগলা গরু দৌড় প্রতিযোগিতা

আমাদের সংস্কৃতি এখন সর্বনাসের পথে। কিন্তু সমাজের কিছু লোক এই সংস্কৃতিকে আজও ধরে রেখেছে । গ্রাম্য লোকজনের ৮০ বছরে ঐতিহ্য ধরে রাখতে এবং জনসাধারনকে সামন্য বিনোদন দেওয়ার জন্য তাদের এই আয়োজন। গত ১৪ই জানুয়ারী রবিবার বিকালে হরিচন্ডি মাঠে মনমুগ্ধকর পাগলা গরু দৌড় প্রতিযোগিতা আয়োজন করেন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ । এই পাগলা গরু দৌড় প্রতিযোগিতায় ২৪টি গরু অংগ্রহন করেন । প্রথম হন জয়কৃষ্ণপুর ইউনিয়নের রাশেদ সম্রাটের গরু, দ্বিতীয় হন আমজাদ বিশ্বাস , তৃতীয় হন মোতালেব, ৪র্থ হন আবুল বেপারি, ৫ম হন জয়নাল ৬ষ্ঠ হন মাজেদ ফকির এর গরু। প্রথম পুরুষ্কার ২১’’এলইডি টিভি ২য় ২১” কালার টিভি ৩য় ১৪” কালার টিভি,৬ষ্ঠ পুরুষ্কার পর্যন্ত ১৪” টিভি উপহার দেওয়া হয় ।এছাড়াও শান্তনা পুরুষ্কার প্রত্যেককে একটি করে বালতি দেওয়া হয়।মো: ফারুক -উজ-জামান পেসকার এর সভাপতিত্বে সভা সঞ্চালন করেন মাহামুদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি রওশন আহমেদ (রুশু )। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি বাবু নির্মল রঞ্চন গুহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক মোতালেব খান , আওয়ামীলীগ নেতা ঘুটু খালাশী,যুবলীগ নেতা হুমায়ন আহমেদ,শিরজন মোল্লা,আলম বাবুর্চি প্রমুখ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment