ভোলার বোরহানউদ্দিনে সাংবাদিককে মারধরের ঘটনায় মামলা

ভোলার বোরহানউদ্দিনে সাংবাদিককে মারধরের ঘটনায় মামলা
সাখাওয়াত হোসেন ইমন,ভোলা:-
ভোলার বোরহানউদ্দিনের হাকিমউদ্দিন লঞ্চঘাটে সংবাদ সংগ্রহকালে সাংবাদিককে মারধর করে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায়, হামলাকারী উজ্জল হাওলাদার, রুবেল হাওলাদার, নুরু মিয়াসহ অজ্ঞাত ২৫ জনের বিরুদ্ধে গত ৩ জানুয়ারী বোরহানউদ্দিন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এইচ এম এরশাদ বাদী হয়ে বোরহানউদ্দিন বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি নালিশি অভিযোগ দায়ের করেন। নালিশি অভিযোগটি শুনানি শেষে বিজ্ঞ আদালত বোরহানউদ্দিন থানার ওসিকে এফআইআর এর নির্দেশ প্রদান করলে গত ১১ জানুয়ারী
ভোলার বোরহানউদ্দিনে সাংবাদিককে মারধরের ঘটনায় মামলাবোরহানউদ্দিন থানা পুলিশ এফআইআর দাখিল করেন। বোরহানউদ্দিন থানার ওসি অসীম কুমার সিকদার এফআইএর দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গত ২৮ই ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৪টায় ঢাকাগামী লঞ্চ এমভি তাসরিফ-২ হাকিমউদ্দিন লঞ্চঘাটে ভিড়ার চেষ্ঠা করলে লঞ্চঘাটের উজ্জল হাওলাদার, রুবেল হাওলাদার, নুরুমিয়াসহ তার সন্ত্রাসী বাহিনীর হামলা ও তোপের মুখে ভিড়তে পারেনি তাসরিফ লঞ্চটি। একই সময়ে সংবাদ সংগ্রহের উদ্দ্যেশে সাংবাদিক এইচ এম এরশাদ ছবি তোলার চেষ্টা কালে হামলা করে সন্ত্রাসীরা। এ হামলার নিন্দা ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি করে সাংবাদিকরা

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment