মাহবুবুর রহমান টিপু,দোহার(ঢাকা)প্রতিনিধি:
প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা দোহার ও নবাবগঞ্জের আওয়ামীলীগকে বঙ্গবন্ধুর দুর্ভেদ্য ঘাটিঁ হিসাবে গড়ে তুলতে দলীয় সবাইকে ঐক্যবদ্ধ হতে নির্দেশ দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার মালিকান্দা-মেঘুলা স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যবে মাহবুবুর রহমান একথা বলেন।তিনি আরোও বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা জেলার পাচঁটি উপজেলাতে শিক্ষার মান উন্নয়নের জন্য অবকাঠামো নির্মানসহ নতুন রাস্তা-ঘাট,ব্রিজ-কার্লভাট তৈরী করে উন্নয়নের মাধ্যমে রোল মডেল হিসাবে গড়ে তুলতে ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে আমাকে দায়িত্ব দিয়েছেন।
২০১৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা জেলার ৫টি উপজেলায় আওয়ামীলীগের মনোনয়ন দেওয়া প্রার্থীর পক্ষে জয়যুক্ত হতে কোন বাধা না থাকে।এ সময়ে তিনি আওয়ামীলীগের নেতাকর্মিদের উদ্দেশে নৌকা প্রতিকের পক্ষে ভোট চেয়ে বলেন, এবার দোহার ও নবাবগঞ্জ (ঢাকা-১) আসন থেকে আওয়ামীলীগ থেকে যেই মনোনয়ন পাবে তার পক্ষেই সকলকে কাজ করার জন্য প্রস্তুত থাকতে হবে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় উপজেলার মালিকান্দা-মেঘুলা স্কুল এন্ড কলেজের মাঠ প্রাঙ্গনে গভর্নিং বডির সভাপতি ও প্রতিষ্ঠানের অন্যতম দাতা সদস্য ইঞ্জিনিয়ার মেহবুব কবিরের সভাপতিত্বে বর্নাঢ্য আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামীলীগের সাধারন-সম্পাদক মাহবুবুর রহমান।অনুষ্ঠানের উদ্ভোধক ছিলেন নারিশা ইউনিয়নের চেয়ারম্যান ও ঢাকা জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন দরানী।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও নারিশার সাবেক চেয়ারম্যান ডা.আবুল কালাম বেপারী,ঢাকা জেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এম এ মজিদ,দোহার থানা ওসি সিরাজুল ইসলাম শেখ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক গিয়াসউদ্দিন আল-মামুন,সাংগঠনিক সম্পাদক মো.আওলাদ হোসেন,বিশিষ্ট ব্যবসায়ী লায়ন্স আব্দুস সালাম,মোড়ল আবু বক্কর সিদ্দিক,ঢাকা জেলা পরিষদের সদস্য মো.শাহাজাহান মোল্লা। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন দাতা সদস্য নুরুল হক বেপারী,বিদ্যালয়ের অভিভাবক সদস্য শাহীন আহমেদ মাঝি,মো.ফরহাদ হোসেন,ডা.শাহজাহান,মো.আজাদ শিকদার,মো.রমজান হোসেন,শিক্ষক প্রতিনিধি মো.আব্দুল ওহাব,আলতাফ উননেসা,ঝনকি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি বখতিয়ার হোসেন লেবু,ইসলামাবাদ বিদ্যালয়ের সভাপতি মাহবুবুর রহমান টিপু প্রমুখ। অনুষ্ঠানে মঞ্চ সঞ্চালনা করেন মালিকান্দা মেঘুলা স্কুুল ও কলেজের অধ্যক্ষ অজয় কুমার রায়। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।