জাবি-সায়েন্স এ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির চুক্তি

জাবি প্রতিনিধি:-
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৮ জানুয়ারি রোজ বৃহস্পতিবার বেলা ১টায় চীনের ইউনিভার্সিটি অব সায়েন্স এ্যান্ড টেকনোলজির সাথে দ্বিপাক্ষিক শিক্ষা ও গবেষণার উদ্দেশ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মনজুরুল হক এবং এবং চীনের ইউনিভার্সিটি অব সায়েন্স এ্যান্ড টেকনোলজির ইতিহাস ও প্রততাত্ত্বিক বিজ্ঞান বিভাগের পরিচালক অধ্যাপক ড. জিন জেনগাও (ঔরহ তযবহমুধড়) নিজ নিজ পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন। এ চুক্তির আওতা অনুসারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রততত্ত্ব বিভাগের শিক্ষক ও গবেষকগণ দ্বি-পাক্ষিক শিক্ষা ও গবেষণার সুযোগ পাবেন।
এছাড়াও এ চুক্তির আওতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রততত্ত্ব বিভাগে প্রততাত্ত্বিক গবেষণার বিজ্ঞান ভিত্তিক উপকরণের গবেষণাগার স্থাপনের সম্ভাবনা রয়েছে। বেলা একটায় বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম এবং চীনের ইউনিভার্সিটি অব সায়েন্স এ্যান্ড টেকনোলজি’র ইতিহাস ও প্রতœতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. আনচান পান (উৎ. অহপযঁধহ ঋধহ), ড. ছিন লু (উৎ. ছরহমরহ খঁ), ড. গং লি (উৎ. এড়হম খর) উপস্থিত ছিলেন। এছাড়া কাউন্সিল কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. আমির হোসেন, সাবেক উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির, কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মোজাম্মেল হক, প্রততত্ত্ব বিভাগের সভাপতি অধ্যাপক ড. বুলবুল আহমেদ, বিভাগীয় শিক্ষক অধ্যাপক ড. সুফি মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ড. মোকাম্মেল এইচ ভূঁইয়া উপস্থিত ছিলেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment