‘পরাণ পাখি ম্যারেজ সেন্টার’

সাজু খাদেম ও নাবিলা ইসলাম একটি দোলনায় পাশাপাশি বসে আছেন। সাজু খাদেমের হাতে একটি চিত্রনাট্য। মনোযোগ সহকারে সেটি পড়ছেন এ দুই অভিনয়শিল্পী। তাদের পাশেই দাঁড়িয়ে আছেন পরিচালক আনোয়ার হোসেন। ‘পরাণ পাখি ম্যারেজ সেন্টার’ একক নাটকের দৃশ্য এটি।হাস্যরসাত্মক একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। মো. কুদ্দুছুর রহমানের রচনায় এটি পরিচালনা করেছেন আনোয়ার হোসেন।নাটকের গল্প প্রসঙ্গে আনোয়ার হোসেন রাইজিংবিডিকে বলেন, ‘মহব্বতপুর গ্রামের দুই

যুবক রহমত আলী ও মোবারক মিয়া। এর মধ্যে রহমত মিয়া ধূর্ত প্রকৃতির মানুষ। মোবারক তার শিষ্য। তারা দুজন মিলে পরাণ পাখি ম্যারেজ সেন্টার খোলে। রহমত মিয়ার দায়িত্ব পাত্র-পাত্রীর সংযোগ তৈরি করা। মোবারকের দায়িত্ব গ্রামের মেয়েদের সঙ্গে মিথ্যে প্রেমের সম্পর্ক গড়ে তাদেরকে পাত্রী হিসেবে ম্যারেজ সেন্টারে নিয়ে আসা। কিন্তু একসময় তৈরি হয় জটিলতা। এরপর গল্পে নতুন মোড় নেয়।’   এতে রহমত আলী চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির আর মোবারক চরিত্রে দেখা যাবে সাজু খাদেমকে। এ ছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাবিলা ইসলাম, গুলশানারা, ইকবাল, স্বপ্ননীল রন, তোরা, স্নিগ্ধা প্রমুখ।পুবাইলের বিভিন্ন স্থানে নাটকটির শুটিং গতকাল শেষ হয়েছে। খুব শিগগির একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচারিত হবে বলেও জানান নির্মাতা আনোয়ার।

 

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment