যৌথ প্রযোজনা হয়ে গেলো আমদানি ছবি!

ইন্সপেক্টর নটিকে’। জিৎ ও নুসরাত ফারিয়া জুটির তৃতীয় ছবি। এর প্রযোজনা প্রতিষ্ঠান বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও জিতের জিৎ’স ফিল্মওয়ার্ক। যৌথ প্রযোজনার এ ছবিটি আজ (১৯ জানুয়ারি) দু’দেশে মুক্তির কথা ছিল।

তবে ভারতে যথাসময়ে মুক্তি পেলেও বাংলাদেশের বিষয়টি স্থগিত করা হলো অনেকটা নীরবেই। কিন্তু কেন?
গেল সন্ধ্যায় এমন প্রশ্নের জাবাবে জাজ মাল্টিমিডিয়ার প্রধান আবদুল আজিজ বাংলা ট্রিবিউনকে বললেন, ‘কিছু জটিলতার কারণে ছবিটি দেশে মুক্তি পাচ্ছে এক সপ্তাহ পিছিয়ে, ২৬ জানুয়ারি।’ আরও জানালেন, ছবিটি দেশে মুক্তি পাচ্ছে সাফটা চুক্তির আওতায়, আমদানিকৃত চলচ্চিত্র হিসেবে!
যৌথ প্রযোজনা হিসেবে নির্মিত হয়েও ‘ইন্সপেক্টর নটিকে’ কেন আমদানি ছবি হিসেবে বাংলাদেশে আসছে? জবাবে প্রযোজক আবদুল আজিজ বললেন, ‘‘ছবিটির কাজ যখন শুরু হয় তখন যৌথ প্রযোজনার নতুন নীতিমালা তৈরি চলছিল। সেসময় যৌথ প্রযোজনার কার্যক্রম স্থগিত ছিল। তাই নীতিমালার প্রতি সম্মান জানিয়েই ‘ইন্সপেক্টর নটিকে’ আমরা আমদানি ছবি হিসেবে সেন্সর বোর্ডে জমা দিয়েছিলাম। সে অনুযায়ী এটি ২৬ জানুয়ারি প্রদর্শিত হবে এখানে।’’
জানা যায়, সাফটা চুক্তির আওতায় আমদানি করা ‘ইন্সপেক্টর নটিকে’-এর বিপরীতে জাজেরই আরেকটি পুরনো ছবি জলি ও শাহরিয়াজ অভিনীত ‘মেয়েটি এখন কোথায় যাবে’ রফতানি হচ্ছে ভারতে।
এদিকে ভারতে আজ (১৯ জানুয়ারি) ‘ইন্সপেক্টর নটিকে’ মুক্তি প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘প্রায় ১৩০টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাচ্ছে। কলকাতায় গত দু সপ্তাহ ধরে এর প্রচারণা চালিয়ে আসছি। আশা করি ভালো কিছু হবে।’
কলকাতার অভিনেতা জিৎ ও বাংলাদেশের নুসরাত ফারিয়া জুটির তৃতীয় ছবি ‘ইন্সপেক্টর নটিকে’। এতে দু’জনেই অভিনয় করছেন পুলিশ চরিত্রে। জিৎ-ফারিয়া জুটি বেঁধে এর আগে ‘বাদশা-দ্য ডন’ ও ‘বস টু’ ছবিতে অভিনয় করেছিলেন। পর পর দুই ঈদে ছবি দুটি মুক্তি পেয়েছিল।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment