জাককানইবি-তে এলো দেবী সরস্বতী !

নিহার সরকার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

Sony Rangs - Rangs electronics

নিহার সরকার : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা আয়োজিত হয়। তিথিটি শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। দেবী সরস্বতীকে জ্ঞান, সংগীত, শিল্পকলা, বুদ্ধি ও বিদ্যার দেবী বলা হয় তাই এই পূজো শিক্ষার্থীদের মঙ্গল কামনায় হয়ে থাকে । দেবীর সাথে শিক্ষার সম্পর্ক থাকায় শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতেও প্রতিষ্ঠান গতভাবে পালিত হয় এই পূজো । আজ ২২ জানুয়ারি ২০১৮ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দেবী সরস্বতী পূজা অর্চনা হয়েছে ।

নিহার সরকার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

 

সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সরস্বতী মন্ডপে পূজা অর্চনা শুরু হয়ে ১০টায় দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেয় সনাতন ধর্মাবলম্বি শিক্ষক,শিক্ষার্থীরা । এসময় উপস্থিত ছিলেন বিষ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড.হুমায়ুন কবীর, শিক্ষক সমিতির সভাপতি তপন কুমার সরকার,প্রক্টর ড.মোঃ জাহিদুল কবীর,হল প্রভোস্ট সিদ্ধার্থ সিধু সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান,শিক্ষক,শিক্ষার্থী,কর্মকর্তা,কর্মচারি । পরে তারা বিভিন্ন বিভাগ ও অগ্নিবীণা হল কতৃক আয়োজিত পূজো মন্ডপ ঘুরে দেখেন । সংগীত,চারুকলা,নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগ কেন্দ্রীয় মন্ডপের বাইরেও আলাদা করে পূজোর আয়োজন করে । অগ্নিবীণা হলে প্রথমবারের মতো এবার পূজো উদযাপিত হচ্ছে । বেলা বারোটার দিকে করা হয় প্রসাদ বিতরন । এছাড়া বিকেল থেকে অনুষ্ঠিত হবে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা । উল্লেখ্য গতবছর বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজোয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পূজা মন্ডপের সরস্বতী প্রতিমা ভাংচুর করে দুর্বিত্তরা । ঘটনার এক বছর পরেও তদন্তের কোন অগ্রগতি দেখা যায় নি । এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ জাহিদুল কবীর বলেন মামলা চলছে তদন্তের জন্যে এটি বর্তমানে সি.আই.ডি এর অধীনে রয়েছে বলে জানান তিনি । অন্যদিকে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুল হাসান বলেন সাক্ষীর অভাবে মামলাটি অগ্রগতির মুখ দেখছে না । তবে মামলাটি সি.আই.ডি এর নিকট হস্তান্তর করা হয়েছে ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment