শীর্ষ ডাকাত নুরুল ইসলাম বাবু ৪১০ পিছ ইয়াবাসহ আটক

শীর্ষ ডাকাত নুরুল ইসলাম বাবু ৪১০ পিছ ইয়াবাসহ আটক
ইউসুফ আহম্মেদ (সিরাজগঞ্জ):-
সিরাজগঞ্জের বেলকুচিতে বিশেষ অভিয়ান চালিয়ে ৪১০ পিছ ইয়াবাসহ শীর্ষ ডাকাত নুরুল ইসলাম বাবু (৩২) নামে এক জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাতে পোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের আজুগরা-জামতৈল বাসস্ট্যান্ড এলাকা থেকে নুরুল ইসলাম বাবুকে গ্রেফতার করা হয়েছে। মাদক ব্যবসায়ী ও শীর্ষ ডাকাত বাবু উপজেলার দৌলতপুর ইউনিয়নের মেঘুল্লা গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।
শীর্ষ ডাকাত নুরুল ইসলাম বাবু ৪১০ পিছ ইয়াবাসহ আটকবেলকুচি থানা উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার দৌলতপুর ইউনিয়নের আজুগড়া-জামতৈল বাসস্ট্যান্ড এলাকা থেকে শীর্ষ ডাকাত বাবুকে ৪১০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। সে বিভিন্ন এলাকায় দির্ঘ দিন ধরে মাদকের ব্যবসা ও ডাকাতি করে আসছে। তার নামে দেশের বিভিন্নস্থানে মাদকসহ ডাকাতি ও চাঁদাবাজির একাদিক মামলা রয়েছে। এ থানাতেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment