অশ্লীল নয়, কমার্শিয়াল কাজ করেছি: পলি

অশ্লীল নয়, কমার্শিয়াল কাজ করেছি: পলি

একসময়ের আলোচিত নায়িকা পলি, যার নামে রয়েছে চলচ্চিত্রে অশ্লীলতার অভিযোগ। সম্প্রতি আলাপকালে তিনি জানালেন, কোনো অশ্লীলতা তিনি করেননি, যা করেছেন তা ছিল কমার্শিয়াল কাজ। নিজেকে উপস্থাপন করার মতো ছবি পেলে আবারও চলচ্চিত্রে ফিরবেন বলেও জানান পলি।

ছবিতে অশ্লীলতা প্রসঙ্গে পলি বলেন, “আমি কোনো অশ্লীলতা করিনি। যা করেছি তা কমার্শিয়াল কাজ। আর কমার্শিয়াল ছবি সব সময়ই এমনটা ছিল। শাবানা আপারাও ‘ও দরিয়ার পানি তোর মতলব জানি’ গানের সঙ্গে সমুদ্রের পাড়ে নেচেছেন। মাঝে আমরা করেছি।

এখন যাঁরা করছেন, তাঁরাও কি করছেন না? তবে হ্যাঁ, আমাদের সময়টা ছিল একটু ভিন্ন। আমার মনে হয়, এটা সময়ের চাহিদা। যখন যেমন, তখন তেমন। আর আমি নিজে কোনো ছবি পরিচালনা বা প্রযোজনা করিনি, শুধু অভিনয় করেছি। যাঁরা করিয়েছেন, তাঁরা জানেন কেন করিয়েছেন।’

নিজের সময়ে মুক্তিপ্রাপ্ত প্রায় সব ছবিই হিট হতো বলে দাবি করেন পলি। তিনি বলেন, ‘তখনকার সময়ে কিন্তু ছবি হিট ছিল, এখনকার মতো অবস্থা ছিল না। আমাদের সময় ছবি মুক্তি পেত ১২০টি, প্রায় প্রতিটি ছবিই ছিল হিট। আর এখন বছরে ৪০টা ছবি মুক্তি পায়, চারটা ছবিও হিট হয় না। এমন যদি অবস্থা হয়, তা হলে তো আমাদের সময়টাই ভালো ছিল।’

অশ্লীলতার কারণে দর্শক ছবি থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, এরপর আর ছবি ব্যবসা সফল হয়নি—এমন কথার পরিপ্রেক্ষিতে পলি বলেন, “যাঁরা পারেন না, তাঁরা এমন অভিযোগ করছেন। কারণ, আমি চলচ্চিত্র থেকে দূরে চলে যাওয়ার পর এফ আই মানিক স্যারের ‘কোটি টাকার কাবিন’, ‘দাদিমা’, ‘চাচ্চু’ এই ছবিগুলো কিন্তু ব্যবসাসফল হয়েছিল। সেই সময়ের অনেক ছবিই হিট, সুপারহিট ছিল। আমাদের ওপর দোষ চাপিয়ে লাভ আছে? আসলে সময়ের সঙ্গে চলতে না পরলে সে তো পিছিয়ে যাবেই।’

সুযোগ পেলে আবারও চলচ্চিত্রে কাজ করবেন বলে জানান পলি। তিনি বলেন, ‘এখন আর ছবি করার কোনো সে রকম ইচ্ছা নেই। ছবি করলে তো হিট পলি, ফ্লপ হয়ে যাবে। কারণ, এখন কোনো ছবিই আগের মতো ব্যবসা করতে পারে না। তারপরও কাজ করার ইচ্ছা আছে। যদি আমাকে নিয়ে কোনো গল্প লেখা হয়, ছবি নির্মাণের পরিকল্পনা করা হয়, তা হলে চিন্তা করব কাজ করা যায় কি না।’

২০০৩ সালে ‘ফায়ার’ ছবি দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন পলি। প্রথম ছবিতেই পলির নায়ক ছিলেন মান্না। এর পর একে একে ১১৩টি ছবিতে কাজ করেছেন পলি। তাঁর সর্বশেষ ছবি ‘এক নম্বর আসামী’ মুক্তি পায় ২০১২ সালে। পলির বিপরীতে সেই ছবিতে অভিনয় করেছিলেন নায়ক রুবেল।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment