চুয়াডাঙ্গায় আধুনিক মানের জিমনেশিয়াম মালিক’স জিম এর শুভ উদ্ধোধন

চুয়াডাঙ্গায় আধুনিক মানের জিমনেশিয়াম মালিক'স জিম এর শুভ উদ্ধোধন

মামুন মোল্লা:-
স্বাস্থ্যই সম্পদ আর তাই শরীর ও মন সুস্থ রাখতে নিয়মিত ব্যায়ামের প্রয়োজন । অধিকাংশ শরীরতত্ত্ববিদের মতে নিয়মিত ব্যায়াম এবং শারীরিক পরিশ্রম মানুষের শারীরিক কার্যক্ষমতা এবং বিভিন্ন জটিল ও কঠিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে । শরীর ও মন থাকে সুস্থ এবং সবল। আর তাই মুল্যবান সম্পদ স্বাস্থ্যকে স্লিম এবং স্মার্ট রাখার জন্য চুয়াডাঙ্গায় এই প্রথম গতকাল সন্ধ্যা ৭ টায় শহরের শহীদ আবুল কাশেম সড়ক সংলগ্ন সরকারী গার্লস মাধ্যমিক বিদ্যালয়ের র্প্বূপাশে অবস্থিত আধুনিক মানের জিমনেশিয়াম মালিক’স জিম এর শুভ উদ্ধোধন করেন জেলা প্রশাসক জিয়া উদ্দীন আহম্মেদ
চুয়াডাঙ্গায় আধুনিক মানের জিমনেশিয়াম মালিক'স জিম এর শুভ উদ্ধোধনএছাড়াও উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এন ডিসি সুচিত্র রঞ্জন দাস , চুয়াডাঙ্গা চেম্বার অব কর্মাস এর সাধারন সম্পাদক শাহরিন হক মালিক,জেলা ক্রিয়া সংস্ধার সহ-সভাপতি মজিবুল হক মালিক মজু , যুগ্ম সাধারন সম্পাদক রফিকুল ইসলাম লাড্ডু ,দামুড়হুদা ইউপি চেয়ারম্যান মাহবুবুল ইসলাম লিটন, হাসুমা কটেজ ও ট্যুরস এন্ড ট্রাভেলস এর সত্বাধিকারী হাসিবুল রেজা শামীম, চুয়াডাঙ্গা ডিলাক্্র পরিবহনের মালিক মো: খোকন , মোকসেদুল হক মালিক ,ডা: জাম্মি এছাড়াও বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন ।  মালিক’স জিম এর উদ্ধোধনের পর জেলা প্রশাসক জিয়া উদ্দীন আহম্মেদ নিজে এক হাজার টাকা ভর্তি ফি দিয়ে জিমের সদস্য হয়েছেন।  মালিক’স জিম এর পরিচালক মইনুল ইসলাম মালিক (হারুন) জানান যে, চুয়াডাঙ্গাতে আধুনিক মানের জিমনেশিয়াম এর অভাব বোধ তিনি উপলদ্ধি করেন এবং পরবর্তীতে এই উদ্যোগ নেন। উদ্ধোধন উপলক্ষে ফেব্রুয়ারী মাসে ভর্তি ফি এক হাজার টাকা নির্ধারন করেছেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment