কাদের ‘মাকাল ফল’ বললেন সানি?

কাদের ‘মাকাল ফল’ বললেন সানি?

মুষ্টিমেয় কিছু মাকাল ফল দেশের চলচ্চিত্রকে পুঁজি করে নিজেদের আখের গোছাচ্ছেন বলে মন্তব্য করেছেন নায়ক ওমর সানি। দেশি তারকাদের মধ্যে তিনিই সবচেয়ে বেশি সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুকে সক্রিয় থাকেন। বুধবার রাতে এই ফেসবুকেই দেয়া এক স্ট্যাটাসে মন্তব্যটি করেন বাংলা চলচ্চিত্রের ‘প্রিয়দর্শিণী’ খ্যাত নায়িকা মৌসুমীর স্বামী নায়ক ওমর সানি।

কাদের ‘মাকাল ফল’ বললেন সানি?

তিনি লেখেন, ‘চলচ্চিত্রের মুষ্টিমেয় কিছু ছদ্মবেশি(মাকাল ফল মার্কা) মানুষ অভিনেতা-অভিনেত্রীদের পুঁজি করে নিজেদের কাজ হাসিল করছেন। তারা চলচ্চিত্রকে ধ্বংস করছেন। একই সাথে আমাদের মতো অভিনয়শিল্পীদের অপমাণিতও করছেন।’চলচ্চিত্র সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে সানি লেখেন, ‘আসুন আমরা যারা চলচ্চিত্রকে ভালোবাসি, চলচ্চিত্রের মানুষদের ভালোবাসি তারা সবাই এক হই, আর মুষ্ঠিমেয় মাকাল ফল মার্কা (ছদ্মবেশি চলচ্চিত্রপ্রেমী) মানুষের হাত থেকে চলচ্চিত্রকে রক্ষা করি। জয় হোক বাংলা চলচ্চিত্রের, বিতাড়িত হোক মুষ্ঠিমেয় কিছু মাকাল ফল মার্কা ছদ্মবেশি চলচ্চিত্রপ্রেমীরা।’মাকাল ফলের কথা বললেও, কাদেরকে উদ্দেশ্য করে তিনি মাকাল ফল বলেছেন সেটা স্পষ্ট করে বলেননি নায়ক। সানির স্ট্যাটাসের নিচে তাই অনেকেই মন্তব্য লিখে ওই সকল মাকাল ফলদের পরিচয় জানতে চেয়েছেন। সানি কি তাদের পরিচয় জানাবে?

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment