আদালতে সাংবাদিক প্রবেশ করতে না দেয়ায় মওদুদের বিস্ময়

আদালতে সাংবাদিক প্রবেশ করতে না দেয়ায় মওদুদের বিস্ময়

বিশেষ জজ-৫ আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় আজ বৃহস্পতিবার ঘোষণার করা হবে। এজন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবীরা ইতোমধ্যে আদালতে উপস্থিত হওয়া শুরু করেছেন।

কিছুক্ষণ আগে খালেদা জিয়ার আইনজীবী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ আদালতে উপস্থিত হয়েছেন। আদালতে প্রবেশের পূর্বে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন, যদি ন্যায় বিচার হয় তাহলে বেগম খালেদা জিয়া এ মামলায় খালাস পাবেন।

এসময় তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, নিরাপত্তার দোহাই দিয়ে আদালতের ভেতরে কী হবে তা গোপন রাখার জন্য সাংবাদিকদের ক্যামেরা নিয়ে আদালতে ঢুকতে দেয়া হচ্ছে না। আদালতের ভেতর কোনো ধরনের ছবি তোলা ভিডিও করা নিষিদ্ধ করা হয়েছে। আদালত চত্বরে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর কোনো গাড়ি ঢুকতে দেয়া হচ্ছে না। এটি মোটেও কাম্য নয়। এসব আইনবিরোধী কাজ।

তিনি বলেন, আদালতের ভিতরে কী হলো না হলো তা সবার জানার অধিকার রয়েছে। এখানে ষড়যন্ত্র করা হচ্ছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment