রিয়ালের বিপক্ষে পিএসজিকে ফেভারিট মানছেন জাভি

চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি রিয়াল মাদ্রিদ-প্যারিস সেন্ত জার্মেই। শেষ ষোলোর এই লড়াইয়ে রিয়াল মাদ্রিদ ‘দুর্দান্ত’ হলেও ফেভারিট হিসেবে জাভি বেছে নিয়েছেন ফরাসি ক্লাবটিকে।
কঠিন মৌসুম পার করছে এবার রিয়াল। লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে এই মুহূর্তে পিছিয়ে আছে ১৯ পয়েন্টে। কোপা দেল রে থেকে ইতিমধ্যে বিদায় নিয়েছে তারা। আশার আলো হয়ে জ্বলে আছে কেবল চ্যাম্পিয়নস লিগ। সেখানেও তাদের দিতে হবে কঠিন পরীক্ষা। ফর্মের তুঙ্গে থাকা পিএসজির বাধা কাটিয়ে তবে টিকে থাকতে হবে ইউরোপিয়ান প্রতিযোগিতায়। টানা তৃতীয় চ্যাম্পিয়নস লিগ জয়ের মিশনে বুধবার পিএসজির মাঠে প্রথম লেগে নামবে ‘লস ব্লাঙ্কোস’। পার্ক দে প্রিন্সেসের এই ম্যাচে স্বাগতিকদের এগিয়ে রাখলেন বার্সেলোনা কিংবদন্তি।ঘরোয়া ফুটবলে খারাপ সময় কাটালেও ইউরোপিয়ান প্রতিযোগিতায় রিয়ালের উন্নতি দেখছেন জাভি। তবে পিএসজির ফর্মের দিকে নজর দিয়ে সাবেক বার্সেলোনা মিডফিল্ডার ‘ফেভারিট’ তকমা সেঁটে দিলেন ফরাসি ক্লাবটির গায়ে। রিয়াল মাদ্রিদের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমার মতে পিএসজি অসাধারণ দল, যারা নিজেদের তৈরি করেছে চ্যাম্পিয়নস লিগ জেতার জন্য। যদিও এই মুহূর্তে তাদের রিয়ালের মুখোমুখি দাঁড়িয়ে যাওয়াটা ভালো ব্যাপার নয়। কঠিন একটা লড়াই হতে যাচ্ছে, আমার মনে হয় ফর্মের দিক থেকে পিএসজি এখানে ফেভারিট।’রিয়াল-পিএসজির লড়াইকে ‘সেমিফাইনাল’ উল্লেখ করে জাভি বলেছেন, ‘এটা আসলে শেষ ষোলো নয়, সেমিফাইনালের লড়াই। ড্র ভাগ্যটা ঠিক হয়নি।’ তবে প্রতিযোগিতাটা চ্যাম্পিয়নস লিগ বলে রিয়ালকে আলাদা নজরে দেখতেই হচ্ছে জাভিকে। যদিও সবদিক বিবেচনা করে ভোট দিচ্ছেন তিনি পিএসজির বাক্সেই, ‘রিয়াল মাদ্রিদ তাদের সেরাটা দেখাবে চ্যাম্পিয়নস লিগে। ওদের ডিএনএ আছে জয়, বিশেষ করে চ্যাম্পিয়নস লিগে। এই লড়াইয়ে পিএসজি সুবিধাজনক জায়গায় আছে, তবে আমি নিশ্চিত রিয়াল তাদের সেরাটা দেখা

 

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment