করুনারত্নের প্রতিরোধ ভাঙলেন মিরাজ

করুনারত্নের প্রতিরোধ ভাঙলেন মিরাজ

তৃতীয় সেশনের শুরুতে ইমরুল কায়েসের ক্যাচ বানিয়ে দিমুথ করুনারত্নেকে ফেরালেন মেহেদী হাসান মিরাজ। ১১২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে শ্রীলঙ্কা হারালো ৪ উইকেট, রান ৯৪। চা বিরতিতে তারা গিয়েছিল ৩ উইকেটে ৮৭ রানে।

করুনারত্নের প্রতিরোধ ভাঙলেন মিরাজ

ক্রিজে অধিনায়ক দিনেশ চান্ডিমালের সঙ্গে আছেন রোশেন সিলভা।শতাধিক রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা প্রথম উইকেট হারায় ১৯ রানে। ঢাকা টেস্টে প্রথম ইনিংসের মতো এবারও আব্দুর রাজ্জাকের শিকার কুশল মেন্ডিস।রাজ্জাকের চতুর্থ ওভারের পঞ্চম বলে এলবিডাব্লিউ হন কুশল। প্রথম ইনিংসের হাফসেঞ্চুরিয়ান আউট হন মাত্র ৭ রানে।ধনঞ্জয়া ডি সিলভা বেশি দূর এগোতে পারেননি। টানা দ্বিতীয় ইনিংসে তাইজুল ইসলামের কাছে উইকেট হারান তিনি। ২৪ বলে ২৮ রান করে বোল্ড হন। এরপর গুনাথিলাকাকে ১৭ বলে নিজের শিকার বানান মোস্তাফিজ। মিরাজের স্পিনে মিডউইকেটে ক্যাচ হন করুনারত্নে। ১০৫ বলে ৩২ রান করেছিলেন তিনি।প্রথম ইনিংসে ৫৬ রানে ৪ উইকেট হারিয়ে শুক্রবার সকালটা শুরু করেছিল বাংলাদেশ। এক সেশনও পুরোটা খেলতে পারেনি তারা, শেষ ৫ উইকেট গেলো মাত্র ৩ রানে। ব্যাটিং বিপর্যয়ে অলআউট হলো ১১০ রানে। প্রথম ইনিংসে ২২২ রান করা শ্রীলঙ্কার চেয়ে তারা পিছিয়ে ছিল ১১২ রানে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment