মোস্তাফিজ ফেরালেন গুনাথিলাকাকে

তৃতীয় উইকেটের পতন ঘটল শ্রীলঙ্কার। আঘাত হানলেন মোস্তাফিজুর রহমান। দলীয় ৮০ রানে এলবিডব্লিউ হয়ে ফিরে গেলেন দানুশকা গুনাথিলাকা। ২৭ বল খেলে তিনি করলেন ২৭ রান। করছে। প্রথম ইনিংস শেষে ১১২ রানে এগিয়ে থাকা শ্রীলঙ্কা এখন দ্বিতীয় ইনিংসের ব্যাট করছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ তিন উইকেট হারিয়ে ৮৪ রান।

 –

শ্রীলঙ্কা ব্যাটিংয়ে নেমে দলীয় ১৯ রানে প্রথম উইকেট হারায়। আব্দুর রাজ্জাকের বলে এলবিডব্লিউ হন ওপেনার কুসল মেন্ডিস। তিনি করেন সাত রান। রাজ্জাকের পর আঘাত হানেন তাইজুল ইসলাম। দলীয় ৫৩ রানে বোল্ড হয়ে ফিরে যান ওয়ানডাউনে ব্যাট করতে নামা ধনঞ্জয়া ডি সিলভা। তিনি করেন ২৮ রান।মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গতকাল শুরু হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচ। বৃহস্পতিবার টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২২২ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা।এরপর বাংলাদেশ ব্যাট করতে নেমে চার উইকেট হারিয়ে ৫৬ রান সংগ্রহ করে দিনের খেলা শেষ করে। শুক্রবার সকালে আবার বাংলাদেশ ব্যাট করতে নামে। প্রথম সেশনেই স্বাগতিকরা ১১০ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায়। লাঞ্চের আগেই শুরু হয় শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস। কোনও উইকেট না হারিয়ে ৯ রান করে লাঞ্চ বিরতিতে যায় লঙ্কানরা।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment