১১০ রানে শেষ, লজ্জার ব্যাটিং বাংলাদেশের

১১০ রানে শেষ, লজ্জার ব্যাটিং বাংলাদেশের

ক্রিকেট আসলে কোন পথে চলছে? উল্টো পথে! নিজ মাঠে এবার লজ্জার ব্যাটিং বাংলাদেশের। মিরপুরে মাত্র ১১০ রানেই গুটিয়ে গেছে স্বাগতিকদের প্রথম ইনিংস। ৪৫.৪ ওভারে ওই রান তুলছে পেরেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। সর্বোচ্চ অপরাজিত ৩৮ রান এসেছে মিরাজের ব্যাট থেকে।

১১০ রানে শেষ, লজ্জার ব্যাটিং বাংলাদেশের

প্রথম ইনিংসে শ্রীলঙ্কা করেছিল ২২২ রান। তাই প্রথম ইনিংসে ১১২ রান এগিয়ে শ্রীলঙ্কা। এখনও দুটো ইনিংস বাকি, তবে ঢাকা টেস্ট শোচনীয়ভাবে হারতে যাচ্ছে বাংলাদেশ, এটা বলে দেওয়া যায়। উইকেটের যা অবস্থা তাতে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর সাধ্য কোথায় টাইগারদের?৪ উইকেটে ৫৬ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। গতকালের মতো আজও উইকেট পড়েছে টপাটপ। একই গতিতে। মিরাজ ছাড়া অন্য কোনো ব্যাটসম্যান সামান্যতম লড়াই করতে পারেননি। সকালে লিটন দাস আউট হওয়ার পর মাহমুদউল্লাহ রিয়াদ ও সাব্বিরের দিকে তাকিয়ে ছিল দল। কিন্তু আশাহত করেন তারাও।মনে হয়েছিল মেহেদী হাসান মিরাজের সঙ্গে রিয়াদের জুটিটা অনেক দূর যাবে। কিন্তু গেল না। ১৭ রান করে ধনাঞ্জয়ের বলে ফেরেন ভারপ্রাপ্ত অধিনায়ক। চট্টগ্রাম টেস্টে ছিলেন মোসাদ্দেক। ব্যর্থ হওয়ায় তার জায়গায় নেওয়া হয় সাব্বির রহমান। কিন্তু তাতে কোনো কাজ হলো না । সাব্বির আরো ব্যর্থ। কোনো রান না করেই ফিরতে হয়েছে তাকে।গতকাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আব্দুর রাজ্জাক জানিয়েছিলেন, উইকেট আসলে ব্যাট করার মতো অতটা কঠিন মনে হয়নি তার কাছে। তাহলে বাংলাদেশি ব্যাটসম্যানদের এমন অবস্থা কেন? গতকাল দ্রুত চার উইকেট হারিয়ে মহাবিপদে পড়ে যায় দল। এই অবস্থায় আজকের দ্বিতীয় দিনের সকালটা ছিল গুরুত্বপূর্ণ। উইকেটে পড়ে থাকা দরকার ছিল। কিন্তু উল্টো সকাল সকাল শুরু হয় উইকেট পড়া।লিটন দাস দিয়ে শুরু। পেসার লাকমলের বলে বোল্ড হয়ে ফিরে যান লিটন কুমার দাস, ২৫ রানে। তিনি গতকাল ২৪ রানে অপরাজিত ছিলেন। আজ সকালে মাত্র ১ রান যোগ করতে পেরেছেন লিটন। নয় নম্বরে ব্যাট করতে নেমে ১ রান করেন আব্দুর রাজ্জাক। সকালে ঘণ্টা দেড়েকের মধ্যে অলআউট হয়ে যায় বাংলাদেশ। শ্রীলঙ্কার পক্ষে লাকমল ও ধনাঞ্জয়া তিনটি করে উইকেট নেন।শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ২২২ (৬৫.৩ ওভার)(কুসল মেন্ডিস ৬৮, দিমুথ করুণারত্নে ৩, ধনঞ্জয়া ডি সিলভা ১৯, দানুশকা গুনাথিলাকা ১৩, দিনেশ চান্দিমাল ০, রোশেন সিলভা, নিরোশান ডিকওয়েলা ১, দিলরুয়ান পেরেরা ৩১, আকিলা ধনঞ্জয়া ২০, রঙ্গনা হেরাথ ২, সুরঙ্গা লাকমল ৪*; মেহেদী হাসান মিরাজ ০/৫৪, আব্দুর রাজ্জাক ৪/৬৩, তাইজুল ইসলাম ৪/৮৩, মোস্তাফিজুর রহমান ২/১৭)।বাংলাদেশ প্রথম ইনিংস: ৫৬/৪* (২২ ওভার)(তামিম ইকবাল ৪, ইমরুল কায়েস ১৯, মুমিনুল হক ০, মুশফিকুর রহিম ১, লিটন দাস ২৫, মেহেদী হাসান মিরাজ ৩৮৮,মাহমুদউল্লাহ ১৭, সাব্বির ০,রাজ্জাক ১,তাইজুল ইসলাম ১,মুস্তাফিজুর রহমান ০; সুরঙ্গা লাকমল ৩/২৫, দিলরুয়ান পেরেরা ১/৩২, আকিলা ধনঞ্জয়া ৩/২০, রঙ্গনা হেরাথ ০/৩১)।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment