বাংলাদেশের অসহায় আত্মসমর্পণ

বাংলাদেশের অসহায় আত্মসমর্পণ

কোনও প্রতিরোধই গড়তে পারলো না বাংলাদেশ। আকিলা ধনঞ্জয়ার ঘূর্ণিতে দ্বিতীয় ইনিংসে মাত্র ১২৩ রানেই গুটিয়ে গেছে স্বাগতিকরা। যাতে মিরপুর টেস্টে অসহায় আত্মসমর্পণই করলো তারা শ্রীলঙ্কার বিপক্ষে। জয়ের জন্য ৩৩৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১২৩ রানেই অলআউট বাংলাদেশ।ফিফটি পাননি কোনো ব্যাটসম্যানই। সর্বোচ্চ ৩৩ রান মুমিনুল হকের।
বাংলাদেশের অসহায় আত্মসমর্পণ
 চতুর্থ ইনিংসে তিন শতাধিক রান তাড়া করতে নেমে চা–বিরতির আগেই অলআউট হয়ে যাওয়ার শঙ্কায় বাংলাদেশ। মিরপুর টেস্টের তৃতীয় দিনে দ্বিতীয় সেশনে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ৮ উইকেটে ১০৪। ব্যাট করছেন মেহেদী হাসান (০*) ও তাইজুল ইসলাম (১*) । হাতে মাত্র ২ উইকেট রেখে জয় থেকে এখনো ২৩৫ রানের ‘অনতিক্রম্য’ দূরত্বে পিছিয়ে বাংলাদেশ। বড় ব্যবধানের হারই চোখ রাঙাচ্ছে স্বাগতিকদের।
নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই তামিম ইকবালকে হারায় বাংলাদেশ। দিলরুয়ান পেরেরার প্রথম বলেই এলবিডব্লিউর শিকার হন তামিম (২)। রিভিউ নিলেও তা কাজে লাগেনি। অন্য প্রান্তে বেশ দ্রুতলয়ে খেলার চেষ্টা করেছিলেন ইমরুল কায়েস। কিন্তু তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি। বলা ভালো, ইমরুল আরেকটু ধৈর্য ধরলেও পারতেন। ১১তম ওভারে রঙ্গনা হেরাথকে লং অফ দিয়ে ছক্কা মারার পরের বলেই ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে। তাঁর আউট হওয়ার মধ্য দিয়ে দ্বিতীয় উইকেটে ৫৬ বলে ৪৬ রানের জুটিও ভেঙে যায়।
দ্বিতীয় সেশনের শুরুতে ফিরে যান মুমিনুল হকও। এ সেশনের তৃতীয় ওভারে প্রথম বলেই হেরাথের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন মুমিনুল (৩৩)। এরপর মুশফিকের সঙ্গে জুটি বেঁধেছিলেন লিটন দাস। ২১তম ওভারে আকিলা ধনঞ্জয়ার লাফিয়ে ওঠা বল তাঁর ব্যাটের হাতলে লেগে জমা পড়ে ফিল্ডারের হাতে। অধিনায়ক মাহমুদউল্লাহর কাঁধে বিপর্যয় সামাল দেওয়ার দায়িত্ব ছিল। কিন্তু তাঁর ইনিংস টিকেছে মাত্র ৮ বল। ধনঞ্জয়ার বলে কিছুটা এগিয়ে এসে ড্রাইভ খেলতে গিয়ে বলের ফ্লাইট মিস করে স্লিপে ক্যাচ দেন মাহমুদউল্লাহ (৬)।
মাহমুদউল্লাহ ফিরে যাওয়ার পরের ওভারেই হেরাথকে উইকেট দেন মুশফিকুর রহিম। তাঁর ঘূর্ণিতে বোকা বনে স্টাম্পিংয়ের শিকার হন মুশফিক (২৫)। আর মাত্র ১ উইকেট পেলেই ওয়াসিম আকরামকে (৪১৪ উইকেট) টপকে টেস্ট ইতিহাসে উইকেট শিকারের দিক থেকে সবচেয়ে সফল বাঁহাতি বোলার হবেন হেরাথ। মুশফিক ফিরে যাওয়ার পরের ওভারেই জোড়া উইকেট তুলে নেন ধনঞ্জয়া। প্রথম বলে সাব্বিরকে তুলে নেওয়ার পর চতুর্থ বলে ফিরিয়েছেন আব্দুর রাজ্জাককে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment