হোয়াটসঅ্যাপে গ্রুপ ভিডিও কলের সুবিধা

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। এর ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলেছে। প্রতি মাসে সারা বিশ্বে ১৫ লাখ মানুষ এই প্লাটফর্মটি ব্যবহার করেন।

ব্যবহারবান্ধব করে তোলার জন্য ফেসবুকের এই মেসেজিং প্ল্যাটফর্ম অনেক আপডেট এনেছে। কিন্তু এতদিন গ্রুপ ভিডিও কলিং সাপোর্ট ছিল না এতে। অবশেষে অ্যান্ড্রয়েডে গ্রুপ ভিডিও কলিং-এর ব্যবস্থা করছে হোয়াটসঅ্যাপ। শিগগিরই আইওএস এবং উইন্ডোজ ১০ এ আসবে এই ফিচার।
আপাতত অ্যান্ড্রয়েডেই আসছে এই গ্রুপ ভিডিও কল। শুরুতে চার জনের গ্রুপ ভিডিও কল করা যাবে হোয়াটসঅ্যাপে।    অ্যান্ড্রয়েডের লেটেস্ট বেটা ভার্সান লেটেস্ট এই গ্রুপ ভিডিও কলিং সাপোর্ট করবে। শুরুতেই তিনজনকে ভিডিও কলে অ্যাড করা যাবে। পরে আরও একজনকে সঙ্গে নেওয়া যাবে।
কী করে আরও অনেককে সঙ্গে রাখা যাবে
গ্রুপ ভিডিও কল সাপোর্ট করলে ভিডিও কল করুন। সেখানেই ওপরে ডানদিকের কোনে পাবেন অ্যাড পার্সনের অপশন। আপাতত ভিডিও কলেই এই গ্রুপের বিষয়টি রয়েছে। পরে গ্রুপ ভয়েস কলেও এই ফিচার আসতে পারে

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment