আগুয়েরোর ৪ গোল

ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথমার্ধে ১-১ সমতায় ছিল ম্যানচেস্টার সিটি।  লেস্টার সিটির বিপক্ষে শুরুটা এমন হওয়ায় সংশয়ের কালো মেঘ জমা হয়েছিল ম্যানসিটি শিবিরে।  যদিও দ্বিতীয়ার্ধে একাই চার গোল করে দলকে উল্লাসে মাতিয়েছেন সার্হিও আগুয়েরো। লেস্টারকে তারা হারিয়েছে ৫-১ ব্যবধানে।
প্রথমার্ধে সেভাবে দাপট না থাকলেও দ্বিতীয়ার্ধটা ছিল আগুয়েরোর।  তার দাপটের কাছে রক্ষা পায়নি লেস্টারের রক্ষণ।  ৪৮, ৫৩, ৭৭ ও ৯০ মিনিটে জাল কাঁপান চারবার।  এ নিয়ে মৌসুমে ১০ খেলায় ১৩টি গোল করলেন আর্জেন্টাইন স্টার। অবশ্য প্রথম তিন গোলের সবগুলোতে সহায়তা করেছেন কেভিন ডি ব্রুইন।ঘরের মাঠে ১৩তম জয়ের দেখা পেয়ে আনন্দিত ছিলেন পেপ গার্দিওলা। পুরো কৃতিত্ব দিয়েছেন আগুয়েরোকেই, ‘সব কৃতিত্ব আগুয়েরোর।’ ২৭ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। এক ম্যাচ কম খেলে ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড।

 

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment