‘একটি মধ্যবিত্ত ফ্রিজের গল্প’ তাহসান-তিশার

‘একটি মধ্যবিত্ত ফ্রিজের গল্প’ তাহসান-তিশার

দীর্ঘ বিরতির পর জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসানের সঙ্গে আবারও পর্দায় জুটি বাধলেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। আরটিভির ভালোবাসা দিবসের সবচেয়ে জনপ্রিয় ক্যাম্পেইন ‘ফাল্গুনে ভালোবাসা বৈশাখে প্রেম’ এর আয়োজনে বিশেষ নাটক ‘একটি মধ্যবিত্ত ফ্রিজের গল্প’-তে একসঙ্গে দেখা যাবে তাদের।বিগত বছরগুলোর মতো এ বছরও নাটকটির গল্প নেয়া হয়েছে দর্শকদের কাছ থেকে। এবারের মূল গল্পটি পাঠিয়েছেন ঢাকা থেকে জান্নাতি ঈমামানূর। নাটকটির চিত্রনাট্য লিখেছেন ছোট পর্দার অন্যতম সেরা নির্মাতা সাগর জাহান। পরিচালনাও করেছেন তিনি।
নাটক সম্পর্কে নির্মাতা সাগর জাহান বলেন,  ‘একটি মধ্যবিত্ত ফ্রিজের গল্প’র   শুটিং শেষ করলাম। নাটকটির গল্প একটি ফ্রিজকে কেন্দ্র করে। ফ্রিজের  মত একটা জড় পদার্থ স্বামী-স্ত্রীর মধ্যকার সূক্ষ আবেগগুলোকে কতটা গভীর করে তুলতে পারে সেটিই ফুটিয়ে তোলা হয়েছে নাটকটিতে। দারুণ একটি ভালোবাসার গল্প এটি।’অভিনেত্রী তিশা জানান,  ‘একটি মধ্যবিত্ত ফ্রিজের গল্প’ নাটকটির শুটিং শেষ করলাম। গত কয়েক বছর ধরেই আরটিভির ভালোবাসা দিবসের বিশেষ নাটকে অভিনয় করে আসছি। এবারের নাটকটি মধ্যবিত্ত পরিবারের অন্য রকম এক ভালোবাসার গল্প। নাটকের গল্পটা ভালো লেগেছে বলেই অভিনয় করেছি।  তাছাড়া সাগর ভাই অসাধারণ একজন নির্মাতা। আশা করি, দর্শকদের ভালো লাগবে।’‘একটি মধ্যবিত্ত ফ্রিজের গল্প’ নাটকের কাহিনিতে দেখা যাবে, কলোনীর একটি ছোট্ট বাসায় নীল(তিশা) আর গ্রহের(তাহসান) বসবাস। তাদের বাসার পুরাতন ফ্রিজটা নষ্ট হয়ে গেলে ঘটে বিপত্তি। এই ফ্রিজকে কেন্দ্র করেই এগিয়ে চলে অনন্য এক ভালোবাসার গল্প। আসছে ১৪ ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে নাটকটি রাত পৌনে ৯টায় আরটিভিতে প্রচার করা হবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment