রিয়ালকে সতর্কবার্তা দিলেন পিএসজির তারকা আনহেল দি মারিয়া

রিয়ালকে সতর্কবার্তা দিলেন পিএসজির তারকা আনহেল দি মারিয়া

ঘনিয়ে আসছে মহারণের সময়। আর মাত্র দুইদিন। সান্তিয়াগো বার্নাব্যুতে বুধবার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও প্যারিস সেন্ত জার্মেই। মাঠে নামার আগে চলছে দুই দলের বাগযুদ্ধ। তারই অংশ হিসেবে রিয়ালকে সতর্কবার্তা দিলেন পিএসজির তারকা আনহেল দি মারিয়া।গত মৌসুমের চেয়ে এবারের দল অনেক শক্তিশালী বললেন দি মারিয়া। আর্জেন্টাইন এ প্লেমেকারের বিশ্বাস রিয়ালের বিপক্ষে জিতে মাঠ ছাড়তে পারবে তারা। গত মৌসুমের শেষ ষোলোর প্রথম লেগে ৪-০ গোলে বার্সাকে হারায় পিএসজি। কিন্তু পরের লেগে ৬-১ গোলের অবিশ্বাস্য জয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে স্প্যানিশ জায়ান্টরা।
কাইলিয়ান এমবাপে, এদিনসন কাভানি ও নেইমারের আক্রমণভাগ নিয়ে পিএসজি তেমন কোনও পরিস্থিতির শিকার হবে না বিশ্বাস দি মারিয়ার, ‘আমরা গত মৌসুমের চেয়ে অনেক শক্তিশালী। এধরনের ম্যাচে প্রতিভার চেয়েও বেশি কিছু দরকার। জিততে হলে অল্পস্বল্প ভাগ্যও সহায় থাকতে হয়।’ঘরোয়া ফুটবলে রিয়াল বেশ খারাপ সময় কাটাচ্ছে। স্বাভাবিকভাবে চাপে থাকার কথা তাদের। কিন্তু বুধবার ম্যাচ শুরুর বাঁশি বাজতেই ঘুরে দাঁড়াবে তারা, এমন মত পিএসজির প্লেমেকারের, ‘রিয়াল সেরা একটি দল এবং তারা চ্যাম্পিয়নস লিগে সবসময় পারফর্ম করে। চ্যাম্পিয়নস লিগের সঙ্গীত যখন বেজে ওঠে, খেলোয়াড়রা পাল্টে যায় এবং সেরাটা খেলে। লিগের চেয়ে একেবারে আলাদা প্রতিযোগিতা এটা।’টানা দুই বারের চ্যাম্পিয়ন রিয়াল আন্ডারডগ হয়ে শেষ ষোলো খেলবে। কিন্তু সতর্ক থাকছেন দি মারিয়াও, ‘তারা বল নিয়ন্ত্রণে রাখতে খেলে না। রিয়ালের বিপক্ষে ম্যাচের নিয়ন্ত্রণ রাখা খুব কঠিন। আমাদের স্বাভাবিক ম্যাচ খেলতে হবে। সারা মৌসুম যেভাবে খেলেছি সেভাবে। রক্ষণে আমাদের মনোযোগ দিতে হবে কারণ আমরা জানি, যে কোনও মুহূর্তে তারা সেটা ভেঙে দিতে পারে।’

 

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment