লিভারপুল জিতেছে,ম্যানইউর হার

লিভারপুল জিতেছে,ম্যানইউর হার

ইংলিশ প্রিমিয়ার লিগে শেষ তিন ম্যাচে দ্বিতীয় হারের অভিজ্ঞতা হলো ম্যানচেস্টার ইউনাইটেডের। সেন্ট জেমস পার্কে ১-০ গোলে তাদের হারিয়ে অবনমন অঞ্চল থেকে বেরিয়ে এলো নিউক্যাসেল ইউনাইটেড।শুরু থেকে চাপে ছিল সফরকারীরা। জোনজো শেলভির শক্তিশালী ড্রাইভ ঠেকিয়ে দেন ম্যানইউ গোলরক্ষক ডেভিড ডি গিয়া। আরেকবার তাদের রক্ষণের পরীক্ষা নেন আয়োজে পেরেজ। তার শট গোলবারের পাশ দিয়ে চলে যায়।
৩৩ মিনিটে অ্যান্থনি মার্শালের দুর্দান্ত প্রচেষ্টা মার্টিন দুবরাভকা রুখে দিয়ে ইউনাইটেডকে বঞ্চিত করেন। আবারও সুযোগ পায় অতিথিরা। রোমেলু লুকাকুর দারুণ পাসে অ্যালেক্সিস সানচেজ গোলরক্ষককে বোকা বানালেও ডিফেন্ডার ফ্লোরিয়ান লেজেউনে প্রতিহত করেন তাকে।প্রথমার্ধে পাওয়া সুযোগ কাজে লাগাতে পারেনি কোনও দল। তবে ম্যাচের পার্থক্য গড়ে দেয় ৬৫ মিনিটের গোল। ম্যানইউ ডিফেন্ডারদের অলক্ষে থাকা রিচি বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন।২৭ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে ম্যানইউ। তাদের চেয়ে ১৬ পয়েন্টে এগিয়ে শীর্ষে ম্যানসিটি।

এদিকে লিভারপুল ২-০ গোলে সাউদাম্পটনকে হারিয়ে ম্যানইউর সঙ্গে ২ পয়েন্টের ব্যবধান কমিয়েছে।প্রতিপক্ষের রক্ষণের ফাঁক গলে মাত্র ৬ মিনিটে রবার্তো ফিরমিনিয়ো এগিয়ে দেন লিভারপুলকে। ইয়ুর্গেন ক্লপের দল বিরতির আগে ব্যবধান দ্বিগুণ করেন। ফিরমিনিয়োর সঙ্গে ওয়ান-টু পাসে ৪২ মিনিটে লিগ মৌসুমের ২২তম গোল করেন মোহাম্মদ সালাহ। এই জয়ে ৫৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে গেলো লিভারপুল।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment