Sony LED টেলিভিশন প্রতিবছরে নতুন মডেল আসে এবং এই মডেল গুলোর বৈশিষ্ট গোটা পৃথিবীতে একই রকম । যেমন – Basic LED টেলিভিশন R সিরিজের হয় । R সিরিজের মধ্যে ২০১৭ সালে ছিল R352E এবং ২০১৬ সালে এসে মডেল হয়ে গেছে R352D মডেলের । শেষের বর্ণটি দেখে বুঝতে হবে যে মডেলটি কোন সালের ।
২০১৭ এবং ২০১৬ সালের টেলিভিশন গুলোর মডেলের বৈশিষ্ট নিচে দেয়া হল
১। এই মডেল গুলো পৃথিবীর সবদশেই একই সাথে লঞ্চ করে । এই মডেল গুলো ব্যতিত অন্য মডেল দেখতে একই রকম হলে নকল বলে গন্য হবে ।
২।সবগুলো Sony টেলিভিশনের রিমোট সেঞ্চর একই হয় । যেমন – Sony CRT টেলিভিশন এর রিমোর্ট দিয়ে Sony সবগুলো মডেলের LED/LCD/3D/Smart/4K3D টেলিভিশন ব্যাবহার করা যাবে । এমনকি পুরাতন মডেলের Sony টেলিভিশন এর রিমোর্ট দিয়েও আপনি যেকোন Sony টেলিভিশন ব্যাবহার করতে পারবেন । যা দেখে আপনি আসল Sony টেলিভিশন চিনতে পারবেন ।
৩। Sony Bravia LED TV Bangladesh : আসল টেলিভিশন প্যানেল/Display এর বৈশিষ্ট সিরিজভেদে আলাদা হয় । যেমন – Sony Bravia এর R ও P সিরিজ এ Pannel/Display 720p থেকে 1080p রেজুলেশন ব্যাবহার করা হয় । Sony Bravia টেলিভিশন গুলোর টেকনোলজি Clear Resolation In Hand এবং এই প্রযুক্তির মাধ্যমেই আনি পরিষ্কার এবং ঝকঝকে ছবি দেখতে পারবেন ।
৪। Sony Bravia Smart TV Bangladesh (w) সিরিজের টেলিভিশনগুলো Smart 3D এবং Android হয়ে থাকে ।(w) সিরিজের প্যানেল গুলো গুনগত মান খুবই ভালো এবং 32” থেকে 75” পর্যন্ত সমস্ত টেলিভিশন এর প্যানেল টেকনোলজি হল X-Reality(pro) এবং (w) সিরিজের Clear Motion Rate (240-800)Hz পর্যন্ত হয় ।
৫। Sony Bravia OLED TV Bangladesh: (A1) সিরিজের টেলিভিশনগুলো Smart 3D এবং Android হয়ে থাকে ।(A1) সিরিজের প্যানেল গুলো গুনগত মান খুবই ভালো এবং 55” থেকে 75” পর্যন্ত সমস্ত টেলিভিশন এর প্যানেল টেকনোলজি হল Ultra HD 4K TV HDR pictures with Triluminos এবং (A1) সিরিজের Clear Motion Rate (800)Hz পর্যন্ত হয় ।
আসল সনি টিভি অনলিনে বিক্রয় করছে ব্রান্ড বাজার বাংলাদেশে । কম দামে সনি ব্রাভিয়া টিভি সকল মডেল পাবেন ব্রান্ডবাজারে । আথবা ব্রান্ডবাজারের ধান্মন্দি ডিসপ্লে সেন্টারে আস্তে পারেন। কল করতে পারেন ঃ ০১৬১৮০২৮৫৯০ / ০১৬১৯৫৫০০৩০।
ব্রান্ড বাজার সনি টিভিতে (2 years Replacement Guaranty ) দিবে। ১০০% মালায়সিয়ার ও জাপান টেকনোলজি সনি টিভি বিক্রয় করছে ব্রান্ড বাজার।
জেনে নিন অরিজিনাল সনি টেলিভিশন চেনার উপায় – 100% original SONY BRVAI Need – Click here