নেইমারের গায়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ট্যাটু

নেইমারের গায়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ট্যাটু

এক বছর আগেও প্রায় নিয়মিতই মুখোমুখি হতেন তারা। যখন নেইমার খেলতেন বার্সেলোনাতে। কিন্তু দল পাল্টিয়ে ব্রাজিলিয়ান তারকা এখন পিএসজিতে। তাই নিয়মিত দেখা হওয়ার সুযোগ নেই নেইমার ও রোনালদোর। তবে আজ হচ্ছেন। তবে আজ রাতে মাদ্রিদে মুখোমুখি বিশ্বের সেরা দুই তারকা।পিএসজি বনাম রিয়াল মাদ্রিদ-এর শেষ ষোলোর লড়াইয়ে দু’দলে তারকার অভাব নেই। পিএসজির নিউক্লিয়াস যদি হয়, এমবাপে-নেইমার-কাভানি।
নেইমারের গায়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ট্যাটুতা হলে রিয়ালের ‘পাওয়ার হাউজ’ বেল-বেঞ্জেমা-ক্রিশ্চিয়ানো। এই এমএনসি বনাম বিবিসির সম্মুখসমরে ফুটবলার দুনিয়ার চোখ সব তারকাকে ছাপিয়ে কেন্দ্রবিন্দুতে রাখছে দুই তারকাকেই। ক্রিশ্চিয়ানো রোনালদো বনাম নেইমার দ্য সিলভা স্যান্টোস জুনিয়র।রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান যদিও তা মানতে নারাজ। বলছেন, ‘বিশ্ব ফুটবলের দুই সেরা ফুটবলারের দ্বৈরথ বলা হচ্ছে ম্যাচটাকে। কিন্তু বুধবারের ম্যাচটা কখনও রোনালদো বনাম নেইমার নয়। ম্যাচটা হবে রিয়াল মাদ্রিদের সঙ্গে পিএসজির। ক্রিশ্চিয়ানো পাঁচ বার ব্যালন ডি’অর খেতাব জিতেছে। কিন্তু নেইমারও দুর্দান্ত প্রতিভার অধিকারী। দু’জনের কোনও তুলনাই হয় না। আর কোনও ব্যক্তিগত লড়াই নয় এটা।’মেগা ম্যাচের আগে নেইমার যদিও রয়েছেন খোশমেজাজেই। সোমবার গিয়েছিলেন ট্যাটু পার্লারে। সেখানেই চ্যাম্পিয়ন্স লিগকে থিম বানিয়ে সারা শরীরে ট্যাটু করিয়েছেন। যা ঘুরছে সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে। মঙ্গলবার মাদ্রিদে পা দেওয়ার পরেও নেইমারকে দেখা গিয়েছে একদম খোশ মেজাজে। তার আগে চার ডিগ্রি তাপমাত্রায় প্যারিসে অনুশীলন চলাকালীন কখনও সতীর্থ থিয়াগো সিলভা, মার্কুইনোস কখনও বা মার্কো ভেরাত্তি, এদিনসন কাভানিদের সঙ্গে খুনসুটি করতে দেখা গিয়েছে তাঁকে। কখনও আবার এমবাপের কাঁধ ধরে লাফাতেও দেখা গিয়েছে ব্রাজিলীয় তারকাকে। যা দেখে মাঠের বাইরে হাসতে হাসতে গড়িয়ে পড়েন পিএসজির প্রেসিডেন্ট নাসির আল খিলাফিও

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment