মুশফিককে নিয়েও শঙ্কা

মুশফিককে নিয়েও শঙ্কা

ইনজুরির কারণে সাকিব আল হাসান আগে থেকেই দলে নেই। এবার ইনজুরিতে পড়লেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। দুইজনেরই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তবে, তারা খেলতে পারবেন কি পারবেন না এ ব্যাপারে এখনও নিশ্চিত করে কোনও তথ্য পাওয়া যায়নি।

মুশফিককে নিয়েও শঙ্কা

বুধবার সংবাদ সম্মেলনে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেছেন, ‘স্কোয়াডে যারা আছেন তাদের সবারই খেলার সুযোগ রয়েছে। আমরা এখনও একাদশ ঠিক করিনি। সমস্ত অবস্থা বিবেচনা করে আমরা একাদশ ঠিক করব।’তামিম ইকবাল যদি একাদশে না থাকেন তাহলে তার পরিবর্তে কে ওপেনিং করবেন সেটা এখনও নিশ্চিত নয়। কারণ, বর্তমান ১৫ সদস্যের যে স্কোয়াড আছে তাতে ওপেনিং করার মতো তেমন কেউ নেই। তবে, মুশফিকুর রহিম যদি একাদশে না থাকেন তাহলে জাকির হাসান একাদশে থাকবেন এটা মোটামুটি নিশ্চিত।মিরপুরে আগামীকাল অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। ১৮ ফেব্রুয়ারি সিলেটে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় তথা শেষ ম্যাচ। দুইটি ম্যাচই শুরু হবে বিকাল পাঁচটায়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment