সিরিজ জিতল ভারত

সিরিজ জিতল ভারত

দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়েছে ভারত। এই প্রথম নেলসন ম্যান্ডেলার দেশে একদিনের সিরিজ জিতেছে ভারত। মঙ্গলবার রাতে পোর্ট এলিজাবেথে ৭৩ রানে ডিভিলিয়ার্সদের উড়িয়ে দেয় কোহলির দল।  সিরিজে দুরন্ত ক্রিকেট খেলছে ভারত।বাকি আছে এক ম্যাচ। সেটা জেতারও হুমকি দিয়ে রাখলেন ভারত অধিনায়ক।তিনি বলেন, ‘দলের দুরন্ত পারফরম্যান্স।
শেষ ম্যাচে কয়েকজনকে পরখ করে নিতে চাইব আমরা।’এরপরই প্রোটিয়াদের হুমকি দিয়ে বিরাট কোহলি বলেন, ‘সিরিজটা ৫–১ জিততে চাই। ইতিহাস তৈরির পর বেশ ভাল লাগছে। প্রত্যেকে নিজেদের সেরাটা দিয়েছে। কিন্তু এতেও সন্তুষ্ট হতে পারছি না। শেষ ম্যাচেও ভয়ডরহীন ক্রিকেট খেলবে দল।’ওদিকে ভারতীয় ক্রিকেট বোর্ডও বিরাটদের সাফল্যে উচ্ছ্বসিত। বিসিসিআইয়ের পক্ষ থেকে টুইট করা হয়েছে, ‘দক্ষিণ আফ্রিকায় প্রথম দ্বিপাক্ষিক সিরিজ জিতল ভারত। দল ৪–১ এগিয়ে। আরও একটা ম্যাচ বাকি রয়েছে।’ ম্যাচসেরা রোহিত শর্ম বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় খেলতে বরাবরই ভাল লাগে। জানতাম রান ঠিক আসবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment