অধিনাকত্বের দায়িত্ব নিয়ে রোমাঞ্চিত রিয়াদ

অধিনাকত্বের দায়িত্ব নিয়ে রোমাঞ্চিত রিয়াদ

বাংলাদেশের ক্রিকেটের মাহমুদউল্লাহ রিয়াদ সবসময়ই অনেক জনপ্রিয়। তাছাড়া বিপিএল সহ দেশের ঘরোয়া লিগ গুলোতে অধিনায়ক হিসেবে বেশ প্রশংসা কুঁড়িয়েছেন এই অলরাউন্ডার। সব মিলিয়ে অধিনায়কত্বের পূর্ণাঙ্গ প্যাকেজ রিয়াদ। ত্রিদেশীয় সিরিজে সাকিবের পরিবর্তে টেস্টে প্রথম অধিনায়কের দায়িত্ব পান তিনি। এবার টি-টোয়েন্টিতেও তার অধিনায়কত্বে মাঠে নামবে বাংলাদেশ।টি-টোয়েন্টিতে নতুন অধিনাকত্বের দায়িত্ব নিয়ে রোমাঞ্চিত রিয়াদ নিজেও। এ বিষয়ে  তিনি বলেন, ‘দলের সফলতার জন্য নিজের সব কিছু উজার করে দিতে চাই।’
তার অধিনায়কত্বে ঢাকা টেস্টে লঙ্কানদের বিপক্ষে হারে বাংলাদেশ। সেই জন্য ব্যাকফুটে রিয়াদ নিজেও। কিন্তু তারপরেও রিয়াদের উপরে আস্থা দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবির। টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ রিয়াদ হবেন বাংলাদেশ দলের ষষ্ঠ অধিনায়ক। এর আগে টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন শাহরিয়ার নাফিস, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাশরাফি বিন মুর্তজা।রঙিন জার্সিতে মাঠে নামার এই দায়িত্ব নিয়ে রিয়াদ জানান,‘দায়িত্ব  যখন এসেছে, চেষ্টা করব দায়িত্বটা সঠিক ভাবে পালন করতে। টি-টোয়েন্টি সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেট। আপনি যদি স্কিলগুলো কাজে লাগাতে পারেন, তাহলেই ভালো করা সম্ভব। আমি আমার দায়িত্বটা পালন করার চেষ্টা করব।’

তাছাড়া ক্রিকেটারদের অনুপ্রাণিত করা এবং স্বাধীনতা দেয়ার বিষয়ে রিয়াদ বলেন,‘ আমি মনে করি, ক্রিকেটে খেলোয়াড়দের যদি অনুপ্রাণিত এবং স্বাধীনতা না দেয়া হয়, তবে ভালো পারফর্ম করার সুযোগ কমে যায়। তাই আমাদের দলে নতুন যারা আছে তাদের ওপর যাতে কম চাপ দেওয়া যায় সেটার চেস্টাই আমি করবো।আজ মিরপুরে  অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। সিলেটে সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৮ ফেব্রুয়ারি। দুইটি ম্যাচই শুরু হবে বিকাল পাঁচটায়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment