অস্ট্রেলিয়ান ওপেনে ২০তম গ্র্যান্ড স্লাম জিতলেও শীর্ষে ওঠা হয়নি রজার ফেদেরারের

অস্ট্রেলিয়ান ওপেনে ২০তম গ্র্যান্ড স্লাম জিতলেও শীর্ষে ওঠা হয়নি রজার ফেদেরারের

অস্ট্রেলিয়ান ওপেনে ২০তম গ্র্যান্ড স্লাম জিতলেও শীর্ষে ওঠা হয়নি রজার ফেদেরারের। কোয়ার্টার ফাইনালে বিদায় নিলেও এক নম্বর আসনটি ধরে রেখেছিলেন রাফায়েল নাদাল। অবশ্য দুজনের মধ্যে ব্যবধান কমেছিল বেশ।

এবার স্প্যানিশ প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলার দ্বারপ্রান্তে ফেদেরার।বুধবার রটারডেম ওপেনের শেষ ৩২ এর লড়াইয়ে ৬-১, ৬-২ গেমে বেলজিয়ামের রুবেন বেমেলমান্সকে হারিয়ে নাদালের ঘাঁড়ে নিশ্বাস ফেলছেন ফেদেরার। এটিপি র‌্যাংকিংয়ে স্প্যানিশ তারকাকে সরিয়ে শীর্ষে বসতে এবিএন আমরো টেনিসের এই প্রতিযোগিতায় সেমিফাইনাল নিশ্চিত করতে হবে ৩৬ বছরের সুইস তারকাকে।আর মাত্র দুটি জয় দরকার ফেদেরারের। শেষ ষোলোতে তার প্রতিপক্ষ ৩৪ বছর বয়সী জার্মান ফিলিপ কোলশ্রেইবার। তাকে হারানোর পর কোয়ার্টার ফাইনাল জিতলেই ২০১২ সালের নভেম্বরের পর প্রথমবার বিশ্বের এক নম্বর হবেন সুইস তারকা।মাত্র ৪৬ মিনিটের লড়াইয়ে জিতে আন্দ্রে আগাসিকে টপকে এখন সবচেয়ে বয়স্ক এক নম্বর হওয়ার পথে ফেদেরার। সবচেয়ে লম্বা সময় (৫ বছর ও ১০৬ দিন) পর শীর্ষস্থান ফিরে পাওয়ার রেকর্ডও গড়বেন তিনি। এর আগে সবচেয়ে বেশি ৩০২ সপ্তাহ এক নম্বরে থাকার রেকর্ড ছিল তার। বিবিসি

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment