ট্রানশানকে বীমা সহায়তা দেবে এলআইসি

ট্রানশানকে বীমা সহায়তা দেবে এলআইসি

ট্রানশান বাংলাদেশ লিমিটেড এবং এলআইসি বাংলাদেশ লিমিটেড এর মধ্যে গ্রুপ বীমা নীতিমালা স্বাক্ষরিত হয়েছে।ঢাকার গুলশানে, ট্রানশান বাংলাদেশ লিমিটেডের নিজস্ব কার্যালয়ে বুধবার এই স্বাক্ষর অনুষ্ঠান হয়।ট্রানশান বাংলাদেশ লিমিটেডের সিইও রেজওয়ানুল হক এবং এলআইসি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও অরুপ দাস গুপ্ত নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথিদের সাথে এলআইসি বাংলাদেশ লিমিটেডের সিএমও অভিজিত রায়, ট্রানশান বাংলাদেশ লিমিটেডের সিওও শ্যামল সাহা উপস্থিত ছিলেন।গ্রুপ বীমার জন্য স্বাক্ষরিত এই নীতিমালা উভয় কোম্পানীর মধ্যে তাদের ব্যবসায়িক সম্পর্ক আরো সমুন্নত করবে বলে মনে করছেন কত্পক্ষ।এমওইউয়ের অধীনে ট্রানশান বাংলাদেশ লিমিটেড তাদের সকল কর্মীদের গ্রুপ বীমা সুবিধাদি এলআইসি বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে প্রদান করবে এবং এলআইসি বাংলাদেশ লিমিটেড, ট্রানশান বাংলাদেশ লিমিটেডকে গ্রুপ বীমা সংক্রান্ত যে কোন বিষয়ে সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment