হুসেন হাক্কানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

হুসেন হাক্কানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

যুক্তরাষ্ট্রে দায়িত্ব পালন করা পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত হুসেন হাক্কানির বিরুদ্ধে বৃহস্পতিবার গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দেশটির সুপ্রিমকোর্ট। হুসেন হাক্কানির বিরুদ্ধে মেমোগেট কেলেঙ্কারি অভিযোগ রয়েছে। সেই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়া জারি হয়।
হুসেন হাক্কানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাপাকিস্তানের অ্যাটর্নি জেনারেল রানা ওয়াকার সুপ্রিমকোর্টকে বলেন, দেশের জাতীয় গোয়েন্দা সংস্থা হুসেন হাক্কানিকে গ্রেফতার করতে ইন্টারপোলের সাহায্য চেয়েছে। হুসেন হাক্কানীকে গ্রেফতার করতে ইন্টারপোলকে রেড নোটিশ জারি করতে বলা হয়েছে।সুপ্রিমকোর্ট হুসেন হাক্কানি সম্পর্কে বলেন, অভিযুক্ত ব্যক্তি আদালতে হাজির হয়ে মামলার জবাব দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তিনি তা করেননি। এ কারণে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো।প্রসঙ্গত, হুসেন হাক্কানির বিরুদ্ধে আরো তিন মামলা রয়েছে পাকিস্তানে। তিনজন ব্যক্তি পাকিস্তানের কোহাটের পুলিশ থানায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করেন। এছাড়া সামরিক বাহিনীর বিরুদ্ধে কথা বলা, ঘৃণা ছড়ানোর অভিযোগ আনা হয়। এসব তিনি বই লিখে করেছেন বলে ওসব মামলায় বলা হয়। সূত্র : ডন

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment