বাংলাদেশ-শ্রীলঙ্কার টি-টোয়েন্টি পরিসংখ্যান

বাংলাদেশ-শ্রীলঙ্কার টি-টোয়েন্টি পরিসংখ্যান

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। এর আগে বাংলাদেশ এবং লঙ্কানরা টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে মোট সাত বার। তারমধ্যে মাত্র দুটিতে জয় পায় বাংলাদেশ। বাংলাদেশের দুইটি জয়ের একটি এসেছিল ২০১৬ সালের এশিয়া কাপে আরেকটি ২০১৭ সালে।

শ্রীলঙ্কা এবং বাংলাদেশ শেষ মুখোমুখি হয়েছিলো গতবছর এপ্রিলে লঙ্কানদের মাটিতে। মাশরাফি বিন মর্তুজার অধিনায়কত্বে সেই ম্যাচে ৪৫ রানে জয় পায় বাংলাদেশ। বাংলাদেশের দেয়া ১৭৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৩১ রানেই অল আউট হয়ে থামে লঙ্কানদের ইনিংস।শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র জুটি জয় থেকেও আত্মবিশ্বাস আসে টাইগারদের। কারণ বাংলাদেশের দুটি জয় আসে শেষ তিন টি-টোয়েন্টি ম্যাচে।বাংলাদেশের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ৭ ম্যাচে ৯ টি উইকেট নেন সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মর্তুজা। আর লঙ্কানদের হয়ে লাসিথ মালিঙ্গা নেন ১১টি উইকেট।কিন্তু এই টি-টোয়েন্টি সিরিজে সেরা উইকেট সংগ্রহের তিন জনই খেলছেন না।বাংলাদেশ-শ্রীলঙ্কার টি-টোয়েন্টি ম্যাচে সর্বোচ্চ রানের ইনিংস হলো ১৯৮। সেই ম্যাচটি হয় ২০১৩ সালে শ্রীলঙ্কার পাল্লেকেলেতে। তারা ৫ উইকেটে ১৯৮ রান নেয়। আর জবাবে বাংলাদেশের সংগ্রহ ছিলো ৭ উইকেটে ১৮১ রান। আর এই ১৮১ রানই হলো লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের সেরা সংগ্রহ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment