হোন্ডা এক্স ব্লেড আনলো ১৬০ সিসির

কমিউটার বাইক হিসেবে জনপ্রিয় হোন্ডা। দেশে অনেকেই এখনও মোটরসাইকেলকে হোন্ডা বলে। হোন্ডার ১৬০ সিসির সেগমেন্টে এলো নতুন বাইক। মডেল এক্স ব্লেড। এর আগে হোন্ডা ১৬০ সিসির সিবি হর্নেট এবং ইউনিকর্ন বাজারে ছাড়ে। যদিও ইউনিকর্ন এখন বাজারে নেই। অন্যদিকে সিবি হর্নেট একচেটিয়া রাজত্ব করছে।
হোন্ডা এক্স ব্লেড বাইকটিতে রয়েছে ১৬০ সিসি ইঞ্জিন। এতে আছে এলইডি হেডল্যাম্প। স্টাইলের সঙ্গে এই বাইকে মিলবে আরও বেশি মাইলেজ।ভারতের রাজধানী দিল্লীতে ৮ থেকে ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় অটো এক্সপো। এই এক্সপোতে হোন্ডা তাদের নতুন এই বাইক প্রদর্শন করে। প্রদর্শনীতে হোন্ডা ছাড়াও সুজুকি নতুন একটি বাইক প্রদর্শন করে। এর মডেল সুজুকি জিএসএক্স-এস৭৫০।নতুন এই বাইকে রয়েছে ৭৪৯ সিসি ফোর সিলিন্ডার অয়েল কুলড ইঞ্জিন। সঙ্গে রয়েছে সিক্স স্পিড গিয়ারবক্স। সঙ্গে রয়েছে গতিপ্রেমীদের ‌উত্তেজিত করার মতো ‌যাবতীয় উপকরণ। রয়েছে ৩ মোড ট্র্যাকশন কন্ট্রোল। খুব তাড়াতাড়ি নতুন এই বাইক লঞ্চ করতে পারে সুজুকি।এছাড়াও বিএমডাব্লিউ নতুন মডেলের কয়েকটি বাইক প্রদর্শন করে। এসব বাইকের মডেল বিএমডাব্লিউ এফ৭৫০ জিএস ও এফ৮৫০ জিএস-এ রয়েছে ‌যথাক্রমে ৮৫৩ সিসি ইঞ্জিন। ৭৫০ জিএসের দাম ১২.২০ লাখ রুপি। ৮৫০ জিএস মিলবে ১৩.৭০ লাখ রুপি।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment