টাইগারদের বরণের অপেক্ষায় সিলেট

সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রথমবারের মতো ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামী ১৮ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে এই ভেন্যুতে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ভেন্যুতে প্রথমবারের মতো মুখোমুখি হতে চলেছে আইসিসির দুই পূর্ণ সদস্য।
সিলেটে এর আগে আন্তর্জাতিক ম্যাচ বলতে ছয়টি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ওই ম্যাচগুলো ছিল ২০১৪ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ। ছয় ম্যাচের মধ্যে আইসিসির পূর্ণ সদস্য দেশের মধ্যে ছিল শুধু জিম্বাবুয়ে।গত বছর সিলেটে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা। সফলভাবে বিপিএল আয়োজন করার সুবাদে সেখানে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের উদ্যোগ নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিলেটে বিপিএলের প্রতিটি ম্যাচেই ছিল দর্শকদের উপচে পড়া ভিড়।গতকাল মিরপুরে অনুষ্ঠিত হয় বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। এই ম্যাচে ১৯৩ রান করেও ছয় উইকেটে হেরে যায় বাংলাদেশ। আগামী ১৮ ফেব্রুয়ারি ম্যাচের মাধ্যমে শেষ হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার এই সিরিজ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment