টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের তালিকায় শীর্ষে গাপটিল

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের তালিকায় শীর্ষে গাপটিল

ট্রান্স-তাসমান ত্রিদেশীয় সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৪৩ রানের দারুণ এক ইনিংস খেলেছে নিউজিল্যান্ড। টি-টোয়েন্টির ইতিহাসে এটিই সর্বোচ্চ রান। শুক্রবার সেই রান তাড়া করতে নেমে জয়ের রেকর্ড গড়ে অস্ট্রেলিয়া। কিন্তু এই ম্যাচে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন কিউই ওপেনার মার্টিন গাপটিল।
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের তালিকায় শীর্ষে গাপটিল
দারুণ ওই সেঞ্চুরির পাশাপাশি দুটি রেকর্ডও গড়েছেন গাপটিল। ৪৯ বলে সেঞ্চুরি তুলে নেন মার্টিন গাপটিল। ৫৪ বলে ৬ চার ও ৯ ছক্কায় ক্যারিয়ার সেরা ১০৫ রান করে আউট হন। আর এই সেঞ্চুরির ফলে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক হিসেবে রেকর্ড গড়েছেন তিনি। সেই সঙ্গে টি-টোয়েন্টিতে কিউইদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির মালিকও এখন তিনি। অন্যদিকে টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে আজকের দিনের আগ পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম (২১৪০)। ৭০ ইনিংসে ৭১ ম্যাচ খেলে ২১৪০ রান করেছেন ম্যাককালাম। কিন্তু আজ তাকে ছাড়িয়ে টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন নিউজিল্যান্ডের উদ্বোধনী ব্যাটসম্যান মার্টিন গাপটিল (২১৮৮)। তবে তিনি খেলেছেন ৭০ ইনিংস, ম্যাচ সংখ্যা ৭২। আর ১৯৫৬ রান নিয়ে এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment