বাস্তবিক অসহায়ত্বের হাস্যরস চিত্র ‘উই আর ব্যাচেলর’

বাস্তবিক অসহায়ত্বের হাস্যরস চিত্র ‘উই আর ব্যাচেলর’

সম্প্রতি শুটিং সম্পন্ন হলো জনপ্রিয় নির্মাতা গাজী আপেল মাহমুদের রচনা ও পরিচালনায় ‘উই আর ব্যাচেলর’ শিরোনামের একটি একক নাটকের। এ নাটকটিতে অভিনয় করেছেন জোভান, রাশেদ মামুন অপু, নাফিজা নাফা, শিশির, প্রকৃতি, আশিক চৌধুরী, টুটুল চৌধুরী, সাজিয়া ঋতু, খলিলুর রহমান কাদেরী, নীলা ইসলাম, রোমিও, মুনা আক্তার, নিথর মাহবুব, শুভ্রা প্রমুখ।

বাস্তবিক অসহায়ত্বের হাস্যরস চিত্র ‘উই আর ব্যাচেলর’নাটকটির গল্প সম্পর্কে নির্মাতা গাজী আপেল মাহমুদ বলেন, ব্যাচেলর জীবন সহজ জীবন নয়। প্রতিনিয়ত নানান প্রতিকুলতার মুখোমুখি হতে হয়। বিশেষ করে ব্যাচেলরদের মবাড়ি ভাড়া পাওয়া আর সোনার হরিণ পাওয়া একি কথা। বাড়িওয়ালা বিনা নোটিশে হঠাৎ করে চার বন্ধু জোভান, অপু, আশিক ও তাসমিকে বাড়ি থেকে বের করে দেয়। তারা বাসার জিনিসপত্র নিয়ে রাস্তায় নেমে অসহায় হয়ে পরে। তারপর তাদের জীবনে নতুন করে শুরু হয় বাড়ি খোজার মিশন। কিন্তু এ মিশন যে ইম্পসিবল তা তারা পদে পদে অনুভব করে। ‘উই আর ব্যাচেলর’ মূলত ব্যাচেলদের বাড়ি ভাড়া না পাওয়া বাস্তবিক অসহায়ত্বের হাস্যরস চিত্র। নাটকটি শিগগিরই একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত হবে বলে প্রযোজনা সূত্রে জানা যায়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment