বিএনপি বাংলাদেশের রাজনীতির বিষবৃক্ষ : ইনু

বিএনপি বাংলাদেশের রাজনীতির বিষবৃক্ষ : ইনু

জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি তাদের পরাজয়ের প্রতিশোধ নিতেই বাংলাদেশের রাজনীতিতে বিষবৃক্ষ হিসাবে বিএনপিকে রোপণ করেছিল। সামরিকতন্ত্র, রাজাকারতন্ত্র, পাকিস্তানপন্থী, সাম্প্রদায়িকতা, মৌলবাদ, জঙ্গিবাদের সংমিশ্রণে গঠিত বিএনপি বাংলাদেশের রাজনীতির বিষবৃক্ষ।
বিএনপি বাংলাদেশের রাজনীতির বিষবৃক্ষ : ইনু
শুক্রবার বিকেলে তাহের মিলনায়তনে কাজী আরেফ আহমেদের ১৯তম হত্যা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইনু বলেন, খালেদা জিয়ার বিচার-সাজার পর আবার জামায়াতসহ ২০দল নিয়ে মাঠে নেমে বিএনপি প্রমাণ করেছে এরা কখনোই বদলাবে না। বিএনপি সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদ-মৌলবাদ উৎপাদন-পুনরুৎপাদনের কারখানা। তিনি বলেন, দেশে শান্তি-উন্নয়ন-গণতন্ত্র-সাংবিধানিক শাসনের ধারা বহাল রাখতে হলে রাজনীতি ও নির্বাচনের মাঠে বিএনপিকে পরাজিত করতে হবে, ক্ষমতার বাইরেও রাখতে হবে। আলোচনা সভায় আরো বক্তব্য দেন, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, স্থায়ী কমিটির সদস্য মোশাররফ হোসেন, প্রফেসর ড. আনোয়ার হোসেন, সহ-সভাপতি আফরোজা হক রীনা, কাজী আরেফ আহমেদের ভ্রাতুস্পুত্রী কাজী সালমা সুলতানা, শফি উদ্দিন মোল্লা, শহীদুল ইসলাম, মোহর আলী চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান শওকত, নাদের চৌধুরী, নুরুল আখতার, ওবায়দুর রহমান চুন্নু, শওকত রায়হান, নইমুল আহসান জুয়েল, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মিহির, ঢাকা মহানগর পূর্ব জাসদের সাধারণ সম্পাদক এ কে এম শাহ আলম প্রমুখ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment