বাড্ডায় ইউলুপের বিম ভেঙ্গে রাস্তায়

বাড্ডায় ইউলুপের বিম ভেঙ্গে রাস্তায়

রাজধানীর মধ্যবাড্ডায় নির্মাণাধীন ইউলুপের একটি লোহার বিম ভেঙে পড়েছে।শনিবার সকাল ৮টার দিকে বিমটি ভেঙে পড়ে বলে জানা গেছে। এসময় বাড্ডা-রামপুরা এলাকায় ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। যানজটের কারণে রাস্তার দুই ধারে অসংখ্য গাড়ি আটকে থাকতে দেখা গেছে। অফিসগামী মানুষদেরকে হেঁটে হেঁটেই অফিসের দিকে রওনা হতে দেখা যায়।
বাড্ডায় ইউলুপের বিম ভেঙ্গে রাস্তায়জানা যায়, শনিবার সকালে ইউলুপের একটি লোহার বিম রাস্তার উপর ভেঙে পড়ে। আধা ঘণ্টার মধ্যে ট্রাফিক পুলিশ, বাড্ডা থানা পুলিশ ও নির্মাণ শ্রমিকদের সহযোগিতায় সেটি সরিয়ে নেয়া হয়। পৌনে ৯টা থেকে রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়। বাড্ডা জোনের সহকারি কমিশনার আব্দুল্লাহ আল মামুন (ট্রাফিক) বলেন, নির্মাণাধীন ইউলুপের বিম ভেঙ্গে রাস্তায় পড়ার কারণে যান চলাচলে কিছুটা বিঘ্ন সৃষ্টি হয়েছিল। তবে আমরা নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছি। তিনি বলেন, আধা ঘণ্টার মধ্যে রাস্তায় যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা যায়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment