গাজীপুরের শ্রীপুরে ব্যতিক্রমধর্মী নাইট ফুটবল ম্যাচ আয়োজন

গাজীপুরের শ্রীপুরে ব্যতিক্রমধর্মী নাইট ফুটবল ম্যাচ আয়োজন

গাজীপুর জেলার শ্রীপুরে তেলিহাটি ইউনিয়ন এর ঐতিহ্যবাহী ছাতির বাজারে শেষ হলো নাইট ফুটবল টুনামেন্ট এর ফাইনাল খেলা। স্থানীয় ফুটবল ক্লাব আনোয়ার পারভেজ ফুটবল একাদশ বনাম সমুন একাদশ এর মধ্যকার ম্যাচে আনোয়ার পারভেজ ফুটবল একাদশ ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে সমুন ফুটবল একাদশকে। শ্রীপুর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জলিল বি.এ. প্রধান অতিথির বক্তব্যে বলেন, আধুনিক শ্রীপুর গড়তে ব্যতিক্রমধর্মী এ রকম আয়োজন যুবসমাজকে ভালো পথে এগিয়ে নিতে সাহায্য করবে
গাজীপুরের শ্রীপুরে ব্যতিক্রমধর্মী নাইট ফুটবল ম্যাচ আয়োজনএর আগে ফানুশ উড়িয়ে এবং জমকালো রঙবেরঙ এর আতশবাজির মাধ্যমে উক্ত ফাইনাল টুনামেন্টের এর শুভ উদ্বোধন ঘোষণা করেন তেলিহাটি ইউনিয়ন আওয়ামীলীগ এর সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল সাত্তার আবুল। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, তেলিহাটি ইউনিয়নে এরকম আয়োজন এই প্রথম। আগামীতে আরো ভালোভাবে কার্যক্রম পরিচালনা করতে তিনি যুবসমাজকে আহবান জানান। জমজমাট এই খেলায় বিপুল দর্শকের উপস্থিতি ও উৎসাহ উদ্দীপনা উক্ত খেলাকে নতুন মাত্রায় নিয়ে যায়। তেলিহাটি ইউনিয়ন ছাত্রলীগ এর সাবেক সভাপতি ও খেলা পরিচালনা কমিটির আহবায়ক শাহরিয়ার ইসলাম সুমন এর সভাপতিত্বে এবং তেলিহাটি ইউনিয়ন ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক ও খেলা পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক অনিক আহমেদ মাসুম এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মীর্ধা জর্জ, তেলিহাটি ইউনিয়ন এর প্যানেল চেয়ারম্যান মোবারক হোসেন মুরাদ, তেলিহাটি ইউনিয়ন আওয়ামী যুবলীগ এর আহবায়ক মোস্তাফিজুর রহমান রিপন, শ্রীপুর উপজেলা ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক রাকিবুল হাসান, সিনিয়র সহ সভাপতি শাহাদাত হোসেন রানা, সাংগঠনিক সম্পাদক সোহাগ ইলিম, তিতুমীর কলেজের ছাত্রনেতা হাসানুর রহমান শাওন, মুক্তিযোদ্ধা সরকারি কলেজের সাধারণ সম্পাদক জুনায়েদ সিদ্দিকী,
পিয়ার আলী কলেজ ছাত্রলীগ এর সাভাপতি হিরা ফকির,সাধারণ সম্পাদক অভী, তেলিহাটি ইউনিয়ন ছাত্রলীগ এর সভাপতি জিলুর রহমান, কৃষকলীগ নেতা ইজাজুল ইসলাম, জহিরুল ইসলাম জর্জ, জেলা ছাত্রলীগ নেতা আল-আমিন,মিলন, সিব্বির, সুমন শেখ, মারুফ, যুবলীগ নেতা সারোয়ার জাহান সাগর, সেচ্চাসেবকলীগ নেতা ওয়াহাব মিয়া, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন প্রমুখ। পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শেষে সমাপনী বক্তব্যে উক্ত খেলার সভাপতি বলেন, আগামীতে আরো বড় বড় টুনামেন্ট আয়োজন করা হবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment