অ্যাপোলো হাসপাতালকে পাঁচ লাখ টাকা জরিমানা

অ্যাপোলো হাসপাতালকে পাঁচ লাখ টাকা জরিমানা

মেয়াদ শেষ হওয়া রি-এজেন্ট এবং অনুমোদনহীন বিদেশি ওষুধ রাখার দায়ে রাজধানীর অভিজাত অ্যাপোলো হাসপাতালকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত অ্যাপোলো হাসপাতালে অভিযান চালিয়ে এ জরিমানা করে। র‍্যাব, স্বাস্থ্য মন্ত্রণালয় ও ওষুধ প্রশাসন যৌথভাবে অভিযানটি পরিচালনা করে।
অ্যাপোলো হাসপাতালকে পাঁচ লাখ টাকা জরিমানাসকাল নয়টা থেকে দুপুর সাড়ে ১২টা পর‌্যন্ত হাসপাতালের ল্যাবে ও ফার্মেসিতে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে সরোয়ার আলম সাংবাদিকদের বলেন, হাসপাতালের ল্যাবে মেয়াদ শেষ হয়ে যাওয়া রি-এজেন্ট পাওয়া গেছে। এগুলোর মেয়াদ চার মাস আগে শেষ হয়েছে। অন্যদিকে ফার্মেসিতে কিছু বিদেশি ওষুধ পাওয়া গেছে, যেগুলোর কোনো অনুমোদন নেই। এ কারণে তাদের পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment