কুরআন প্রতিযোগিতায় গিয়ে মুগ্ধ মাশরাফি

কুরআন প্রতিযোগিতায় গিয়ে মুগ্ধ মাশরাফি

জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে মুগ্ধ হয়েছেন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। শনিবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রতিযোগিতার তিন বিভাগের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।
কুরআন প্রতিযোগিতায় গিয়ে মুগ্ধ মাশরাফিকিছুদিন আগে পবিত্র ওমরাহ হজ পালন করে এসেছেন টাইগার অধিনায়ক মাশরাফি। মাশরাফি বলেন, এমন অনুষ্ঠানে আসতে পেরে অনেক ভালো লাগছে। বাংলাদেশ থেকে অনেকে দেশের বাহিরে গিয়ে কুরআন প্রতিযোগিতায় যখন পুরস্কার পায় তখন খুব ভালো লাগে। এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়। এতে আমাদের দেশের সম্মান বাড়ে। আমি আশা করি ভবিষ্যতে এর সংখ্যা আরও অনেক বাড়বে অনুষ্ঠানে দেরি করে আসায় বাচ্চাদের কণ্ঠে কুরআন পড়া শুনতে না পারার আক্ষেপে মাশরাফি বলেন, এখানে প্রতিযোগিদের মতো আমার মেয়েও হুজুরের কাছে কুরআন শরীফ শিখছে। ভবিষ্যতে এ রকম আয়োজনে তেলাওয়াত শোনার ইচ্ছা আছে। এসময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং দলের খেলোয়াড়দের জন্য উপস্থিত সবার কাছে দোয়া চান মাশরাফি।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment